Tollywood Gossip

প্রেম নাকি ভেঙেছে, তবু চর্চিত প্রেমিকার খুঁজে দেওয়া বাড়িই আজও ঠিকানা নায়কের?

টলিপাড়ার আনাচে কানাচে কখন যে কী ঘটে তা বলা দায়। শোনা যাচ্ছে, বহু আলোচনার পর নাকি সম্পর্ক ভেঙেছে আলোচিত নায়ক-নায়িকার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৯:২৭
New gossip in Tollywood  after break up a popular Hero is still staying in girlfriend’s house

—প্রতীকী ছবি।

নায়িকার জন্যই নাকি সংসার ভেঙেছে বলিপাড়ার এই বাঙালি অভিনেতার। গত এক বছর ধরে টলিপাড়ার আনাচে কানাচে কান পাতলে এমনটাই শোনা যায়। যদিও এই কাহিনি শুনলেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন কলকাতার অভিনেত্রী। এমনকি ছবির প্রচারে গিয়ে প্রশ্নোত্তর শুরুর আগেই নিজের শর্ত দিয়ে দেন। ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া মোটে পছন্দ নয় তাঁর।

Advertisement

বলিপাড়ার সেই বাঙালি অভিনেতার প্রাক্তন স্ত্রীও নাম না করে অনেক বার নায়িকাকে ইঙ্গিত করেছেন। ফলে আলোচনা আরও বেড়েছে। শোনা যায়, একটি ছবির শুটিং করতে গিয়ে অভিনেতার সঙ্গে তাঁর বন্ধুত্বের সূত্রপাত। সে বন্ধুত্বই নাকি গড়িয়েছিল প্রেমে। বেশ কয়েক বছর সেই প্রেম পর্ব চললেও এখন নায়ক-নায়িকার সেই সখ্যে ভাটা পড়েছে। তাঁদের নাকি আর সে ভাবে কোনও সম্পর্ক নেই।

যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কোনও দিনই স্বীকার করেননি তাঁরা। সুতরাং সম্পর্ক ভাঙার খবরই বা কী করে বলবেন! শোনা যায়, কলকাতায় এলে নায়িকারই ঠিক করে দেওয়া কোনও এক বাড়িতে থাকতেন নায়ক। ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রেম ভাঙলেও নায়িকার দেখে দেওয়া সেই বাড়ির মোহ এখনও ত্যাগ করতে পারেননি অভিনেতা। কলকাতায় এলে এখনও নায়কের আস্তানা হয় সেটাই। এ দিকে আবার শোনা যাচ্ছে, অভিনেত্রীর নাকি মন মজেছে টলিপাড়ারই এক পরিচালকে। আসলে কার মন যে কখন কার কাছে চলে যায় সেই হিসেব রাখা বেশ কঠিন!

Advertisement
আরও পড়ুন