nusrat jahan

Nusrat Jahan: স্বার্থপর মানুষরা নিজেদের ভাল রাখতে আমাদের চায়: নুসরত

নুসরত জাহানের জীবনের নানা রঙের আঁচ পাওয়া যায় তাঁর নেটমাধ্যমে। মঙ্গলবার আবার জীবনমুখী কথা অন্তঃসত্ত্বা অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১৮:১৭
নুসরত জাহান।

নুসরত জাহান।

নিজের শর্তে বাঁচেন তিনি। নিয়মের বেড়াজাল ভেঙে জীবন উপভোগ করেন নিজের মতো করে। আবার মাঝেমধ্যে বলে ওঠেন জীবনের কথা। নুসরত জাহানের জীবনের নানা রঙের আঁচ পাওয়া যায় তাঁর নেটমাধ্যমে। মঙ্গলবার আবার জীবনমুখী কথা অন্তঃসত্ত্বা অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে।

কী লেখা সেখানে?

Advertisement

হাল্কানীল প্রেক্ষাপটে কালো মোটা হরফে লেখা, ‘যারা আমাদের সত্যি ভালবাসে, তারা আমাদের ভাল থাকাকে গুরুত্ব দেয়। যারা স্বার্থপর, আমাদের তারা আশেপাশে চায় নিজেদের ভাল রাখার জন্য।’

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

কাউকে ইঙ্গিত করে কি এই কথা লিখলেন নুসরত? মুখে কোনও কথা না বলে বিঁধছেন শব্দবাণে? নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি দেখার পরে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

শোনা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন নুসরত। আপাতত নিজের মতো করে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। নিজেকে সাজিয়ে, ছবি এঁকে, খাওয়াদাওয়া করে সময় কাটছে তাঁর।

Advertisement
আরও পড়ুন