Shefali Jariwala Death Update

সন্ধ্যাবেলা শেফালি...! মৃত্যুর আগে অভিনেত্রীকে কী অবস্থায় দেখেন আবাসনের নিরাপত্তারক্ষী?

মৃত্যুর আগেও নাকি খুবই স্বাভাবিক ছিলেন শেফালি। তেমনই দাবি আবাসনের নিরাপত্তারক্ষীর। তাই মৃত্যুর খবর পেয়ে তিনি প্রথমে বিশ্বাসই করেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:১৩
শেফালি জ়ারিওয়ালার মৃত্যু নিয়ে এত ধোঁয়াশা কেন?

শেফালি জ়ারিওয়ালার মৃত্যু নিয়ে এত ধোঁয়াশা কেন? ছবি: সংগৃহীত।

তত ক্ষণে বলিউডে চাউর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি জ়ারিওয়ালা। কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রীর আবাসনের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন। সংবাদমাধ্যমের কাছে শেফালির মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে নিজেই জানিয়েছেন, আগের দিনও স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন অভিনেত্রী। শত্রুঘ্ন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যান পরাগ। এর পরেই খবর আসে, শেফালি আর নেই। এক পরিচিতের মাধ্যম শেফালির মৃত্যুর খবর পান শত্রুঘ্ন।

Advertisement

আর কী কী দেখেছিলেন শুক্রবার রাতে? সংবাদমাধ্যমকে নিরপত্তারক্ষী জানিয়েছেন, রাত ৯টা নাগাদ পরাগ মোটরবাইকে চেপে ফ্ল্যাটে ফেরেন। তার পর তিনিই অভিনেত্রীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন। তখনও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি আশপাশের মানুষেরা। সকলের মতো ওই নিরাপত্তারক্ষীও আশা করেছিলেন, সুস্থ হয়ে ফিরে আসবেন শেফালি।

যে পরিচিতের কাছে শেফালির মৃত্যুসংবাদ শুনেছিলেন শত্রুঘ্ন, তাঁকেও তিনি বলেন “একদিন আগে যাঁকে পোষ্য নিয়ে স্বামীর সঙ্গে হাঁটতে দেখলাম একদিন পরেই তাঁর মৃত্যু হয় কী করে?”

Advertisement
আরও পড়ুন