Gene Hackman

জিন হ্যাকম্যানের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য! ঠিক কবে মৃত্যু হয় অস্কারজয়ী অভিনেতার?

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কোন দিন মৃত্যু হয়েছে তা প্রাথমিক ভাবে স্পষ্ট করতে পারছিলেন না তদন্তকারীরা। ৯৫ বছরের অভিনেতার বুকে বসানো ছিল পেসমেকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:৩৩
Oscar winning actor Gene Hackman passed away nine days before his body is found

জিন হ্যাকম্যানের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ছবি: সংগৃহীত।

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের রহস্যমৃত্যুতে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ মেক্সিকোর সান্টা ফে এলাকায় একটি আবাসনের কটেজে বুধবার জিন, তাঁর স্ত্রী এবং পোষা কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বার এই ঘটনায় উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, দেহ উদ্ধারের এক সপ্তাহ আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার।

Advertisement

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কোন দিন মৃত্যু হয়েছে তা প্রাথমিক ভাবে স্পষ্ট করতে পারছিলেন না তদন্তকারীরা। ৯৫ বছরের অভিনেতার বুকে বসানো ছিল পেসমেকার। সেই পেসমেকারের রেকর্ডের মাধ্যমে অনুমান করা হচ্ছে, ১৭ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন জিন।

বুধবার বিকেলে শেরিফের অফিস থেকে কর্মীরা যান সান্টা ফে-র আবাসনে। তার পরেই জানা যায়, এক বাড়িতে এক বৃদ্ধ দম্পতি ও তাঁদের পোষ্যের দেহ পাওয়া গিয়েছে। পরে জানা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার। দরজার পাশেই পড়েছিল বেটসি আরাকাওয়ার দেহ। অন্য একটি ঘরে পড়েছিল জিন হ্যাকম্যানের দেহ। তাঁর শরীরে সম্পূর্ণ পোশাক ছিল। দেহের পাশেই রাখা ছিল একটি রোদচশমা। শৌচালয়ে পড়েছিল তাঁদের পোষ্য কুকুরের দেহ।

তবে এই মৃত্যু কখন, কী ভাবে হয়েছে তা নিয়ে এখনও তদন্ত চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এটি সম্ভবত খুনের ঘটনা নয়। সপরিবারে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ ও ‘আনফরগিভেন’ নামে দু’টি ছবির জন্য দু’বার অস্কার জয় করেছিলেন জিন। তবে বরাবরই প্রচারবিমুখ থেকেছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন