Pahalgam terror Attack

‘ভারতীয় সেনা বদলা নিয়েছে’, মঞ্চে আবেগপ্রবণ পহেলগাঁওয়ে নিহত পর্যটকের স্ত্রী! আবেগপ্রবণ শ্রেয়া

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পর্ব তৈরি করা হয়েছে। পর্বের একটি ঝলক প্রকাশিত হয়েছে। সেখানে ঐশান্যাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৬
আবেগপ্রবণ ঐশন্যা, চোখে জল শ্রেয়ার।

আবেগপ্রবণ ঐশন্যা, চোখে জল শ্রেয়ার। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। জঙ্গিদের গুলিতে ২০২৫ সালের ২২ এপ্রিল ২৫ জন পর্যটক প্রাণ হারিয়েছিলেন সেখানে। সেই ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ উঠে এল গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৬’-র মঞ্চে। উপস্থিত হয়েছিলেন পহেলগাঁওয়ের ঘটনায় নিহত পর্যটক শুভমের স্ত্রী ঐশান্যা দ্বিবেদী। স্বামীর কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। চোখে জল এসে যায় বিচারকদেরও।

Advertisement

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পর্ব তৈরি করা হয়েছে। পর্বের একটি ঝলক প্রকাশিত হয়েছে। সেখানে ঐশান্যাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তিনি জানান, বিয়ের মাত্র দু’মাস হয়েছিল তাঁদের। পর্যটকদের মধ্যে তাঁর স্বামীকেই প্রথম গুলিটা করা হয়েছিল। সেই অভিজ্ঞতার স্মৃতিচারণ করে তিনি বলেন, “বিয়ের মাত্র ২ মাস হয়েছিল আমার। শুভমকে সবার আগে গুলি করা হয়েছিল।” ঐশান্যা নিজের কপালে আঙুল দিয়ে দেখান, ঠিক কোথায় তাঁর স্বামীর গুলিটা লেগেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন ভারতীয় সেনা জওয়ানও। তাঁদের উদ্দেশে ঐশান্যা বলেন, “ভারতীয় সেনা, আপনারা ওই ২৬ জন বোনের হয়ে বদলা নিয়েছেন। আমি সত্যিই খুবই গর্বিত।” ঐশান্যার কথা শুনে চোখে জল এসে যায় শ্রেয়া ঘোষালেরও। স্তম্ভিত হয়ে যান বিশাল দদলানিও।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। নেটাগরিকের একাংশের বক্তব্য, কেন শুধু একজন পর্যটকের স্ত্রীকেই নিয়ে আসা হল। যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের সকলের পরিবারকে নিয়ে আসা উচিত ছিল। অনেকে আবার ভারতীয় সেনার বদলা নেওয়ার মন্তব্যটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, “সত্যিই কি প্রতিশোধ নেওয়া হয়েছে? ওই বন্দুকবাজেরা কোথায় এখন? সবাই ভাবুন, আদৌ কোনও প্রতিশোধ এখনও অবধি নেওয়া হয়েছে কি না।”

Advertisement
আরও পড়ুন