Pahalgam terror Attack

ফওয়াদ ও আতিফের উপরেও এ বার বড় কোপ! ভারতে শেষরক্ষা হল না দুই পাক তারকার

পহেলগাঁও কাণ্ডের নিন্দায় মুখ খুলেছিলেন তাঁরাও। কিন্তু দুই দেশের চাপানউতরে কোপ পড়েছে তাঁদের সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৭:৩৫
Pakistani actors Fawad Khan and Atif Aslam\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s instgram account restricted in india

এ বার নিষিদ্ধ হলেন ফওয়াদ ও আতিফ। ছবি: সংগৃহীত।

হানিয়া আমির ও মাহিরা খানের উপর কোপ আগেই পড়ছিল। এ বার সেই তালিকায় নাম জুড়ল আরও দুই পাক তারকার। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে চাপানউতর। পহেলগাঁওতে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন পর্যটকেরা। এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও করেছে। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে। তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের বিরোধিতায় মুখ খুলেছিলেন তাঁরাও। কিন্তু দুই দেশের চাপানউতরে কোপ পড়েছে তাঁদের সমাজমাধ্যমে। যার জেরে মাহিরা ও হানিয়ার ভারতীয় অনুরাগীরা মুষড়ে পড়েন। এ বার ভারতে নিষিদ্ধ হলেন ফওয়াদ খান ও আতিফ আসলাম। এই দুই তারকারও ভারতে রয়েছেন অসংখ্য অনুরাগী। দুই তারকার সমাজমাধ্যমই ভারতে বাতিল করে দেওয়া হল।

উল্লেখ্য, পহেলগাঁও-এর নিন্দা করেছিলেন ফওয়াদ খানও। তবে এই কাণ্ডের পর থেকে তাঁর আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছবিতে ফওয়াদের বিপরীতে বাণী কপূর অভিনয় করার জেরে তাঁর দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। অবশেষে সেই ফওয়াদ খানের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। অন্য দিকে আতিফের গানের মূর্ছনায় ভাসেন ভারতের অনুরাগীরাও। তাই পাক গায়কের সমাজমাধ্যম বাতিল হওয়ায় মনখারাপ তাঁদেরও।

Advertisement
আরও পড়ুন