Hira Soomro Was First Choice For Dhurandhar

রণবীরের বাহুলগ্না, ‘নকল’ ছবিতেই বাজিমাত পাকিস্তানি হীরার! ‘ধুরন্ধর’-এ ডাক পেয়েছিলেন?

জীবনীপঞ্জিতে দাবি, তিনি নাকি নাগপুরে জন্মেছেন! নেটাগরিকদের প্রশ্ন, কেন তা হলে নিজেকে ‘পাকিস্তানি’ বলছেন হীরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১১:৩৭
হীরা সূমরো আর রণবীর সিংহ

হীরা সূমরো আর রণবীর সিংহ ছবি: ইনস্টাগ্রাম।

মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ নিয়ে মাতামাতি দর্শকের। মাত্র এক সপ্তাহে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে রণবীর সিংহ, সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না অভিনীত ছবিটি। এই আবহে সমাজমাধ্যম তোলপাড় এক পাকিস্তানি অভিনেত্রীর বার্তায়।

Advertisement

রণবীরের সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি ভাগ করে নিয়েছেন পড়শি দেশের অভিনেত্রী হীরা সূমরো। তাঁর বক্তব্য, এই ছবিতে রণবীরের বিপরীতে নাকি তাঁকেই প্রথম পছন্দ করেছিলেন নির্মাতারা। কিন্তু, ছবির গল্প শুনে নাকি পরিচালককে ‘না’ বলে দেন অভিনেত্রী। কেন? বার্তায় হীরা লিখেছেন, “আমি পাকিস্তানি। নিজের দেশকে ভালবাসি। ‘ধুরন্ধর’ ছবি পাকিস্তান-বিরোধী। তাই রাজি হইনি।”

তবে ছবি ভাগ করে তার শুরুতেই অভিনেত্রী লিখেছেন, “নিন্দকেরা বলবেন, ছবিগুলো এআই দিয়ে তৈরি!” যে ছবি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন, তা স্পষ্টই প্রযুক্তির সাহায্যে তৈরি। সেই কথা রসিকতা করে প্রথমেই খোলসা করেছেন নায়িকা। তাঁর ছবি দেখে এক নেটাগরিকের মন্তব্য, “এআই ছবিতেও রসায়ন স্পষ্ট। আমার মতে বাস্তবেও পর্দায় পাক-অভিনেত্রীরাই সবচেয়ে ভাল রসায়ন তৈরি করতে পারেন।”

অন্য দিকে নিজের জীবনীপঞ্জিতে হীরার দাবি, মহারাষ্ট্রের নাগপুরে জন্মেছেন তিনি। এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জানতে চেয়েছেন, ভারতে জন্মে কেন নিজেকে পাকিস্তানি বলছেন হীরা। উল্লেখ্য, পাকিস্তানের একাধিক জনপ্রিয় ধারাবাহিক, যেমন ‘তেরে বিন’, ‘খুদা ঔর মহব্বত’, ‘তেরে মেরে স্বপ্নে’ ইত্যাদিতে অভিনয় করেছেন হীরা।

Advertisement
আরও পড়ুন