Sidharth Shukla Birthday

জীবিত থাকলে বয়স হত ৪৪! অন্দরসজ্জা শিল্পী থেকে অভিনয়, কেমন ছিল সিদ্ধার্থের জীবন?

বরাবর ফিটনেস নিয়ে সচেতন থাকতেন। খেলাধুলোতেও আগ্রহ ছিল। কিন্তু তাও শরীরে কখন অসুখ বাসা বাঁধতে শুরু করেছে, টের পাননি সিদ্ধার্থ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯
জীবিত থাকলে আজ ৪৪ বছর বয়স হত সিদ্ধার্থের!

জীবিত থাকলে আজ ৪৪ বছর বয়স হত সিদ্ধার্থের! ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে কেটে গিয়েছে সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর চার বছর। জীবিত থাকলে আজ, ১২ ডিসেম্বর তাঁর বয়স হত ৪৪। ২০২১ সালের ২ সেপ্টেম্বর আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিক এবং ‘বিগ বস্‌ ১৩’-র বিজেতা হিসাবে পরিচিত ছিলেন তিনি। বরাবর ফিটনেস নিয়ে সচেতন থাকতেন। খেলাধুলোতেও আগ্রহ ছিল। কিন্তু তাও শরীরে কখন অসুখ বাসা বাঁধতে শুরু করেছে, টের পাননি সিদ্ধার্থ।

Advertisement

প্রতি বছর তাঁর জন্মদিন ও মৃত্যুদিনে আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থের অনুরাগীরা। জন্মদিনে জেনে নেওয়া যাক ছোটপর্দার এই তারকার সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’— এই জনপ্রিয় ধারাবাহিকগুলি ছাড়া আন্তর্জাতিক কিছু কাজও করেছিলেন সিদ্ধার্থ। ‘বিজ়নেস ইন কাজ়াখস্তান’ নামে একটি সিরিজ়ে কাজ করেছিলেন তিনি।

২) অভিনয়জগতে প্রবেশ করার আগে সিদ্ধার্থ অন্দরসজ্জা নিয়ে পড়াশোনা করেছিলেন। পেশাদার অন্দরসজ্জা শিল্পী হিসাবেও কাজ করেছিলেন।

৩) মুম্বইয়ের সেন্ট জ়েভিয়ার্স হাইস্কুলের ছাত্র সিদ্ধার্থ খেলাধুলাতেও আগ্রহী ছিলেন। টেনিসে স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এমনকি, ইটালির ফুটবল ক্লাব এসি মিলানের বিরুদ্ধে ফুটবলও খেলেন সিদ্ধার্থ।

৪) ২০০৫ সালে তুরস্কে মডেলিং-এর প্রতিযোগিতায় তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং জয়ী হয়েছিলেন।

৫) মডেলিংয়ের দুনিয়ায় এসে পড়েছিলেন হঠাৎ করেই। ইলা অরুণের একটি গানের ভিডিয়োয় প্রথম অভিনয় সিদ্ধার্থের। সুদর্শন। তাই সুযোগ পেতে দেরি হয়নি তাঁর। ‘খতরোঁ কে খিলাড়ি’ অনুষ্ঠানেও তিনি জয়ী হয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন