স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে উঠে এল চাঞ্চল্যকর প্রসঙ্গ। ছবি: সংগৃহীত।
গত নভেম্বর থেকে আলোচনায় স্মৃতি মন্ধানার ব্যক্তিগত জীবন। তবে কোনও জল্পনা নিয়ে মুখ খোলেননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে বাতিল হয়েছে। নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পলাশ মুচ্ছলও। কিন্তু, আলোচনা তাতে থামছে না। পলাশের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগের পরে আর্থিক প্রতারণার অভিযোগও সামনে এসেছে। এ বার তাঁদের বিয়ের দিনের বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে আনলেন অভিযোগকারী বন্ধু বৈভব মানে।
পলাশ নাকি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন, গায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠে। এ বার সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন স্মৃতির বন্ধু বৈভব। তিনি বলেন, ‘‘পলাশ বিয়ের দিন অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে। তার পরে স্মৃতির ক্রিকেটার বন্ধুরা মিলে মারধর করে ওকে। আমি নিজের চোখে সবটা দেখেছি। আমি ভেবেছিলাম, ও বিয়ে করে সাংলিতে থাকবে। ওকে বিশ্বাস করেই ভুল করেছি।’’
বৃহস্পতিবার, এই বৈভবই পলাশের নামে ৪০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আনেন। অভিযোগটি ঠিক কী? বৈভবের কাছ থেকে নাকি ৪০ লক্ষ টাকা নিয়ে ফেরত দেননি পলাশ। এই প্রযোজকের সঙ্গে জুটি বেঁধে ‘নজ়রিয়া’ নামে একটি ছবি করেন পলাশ। ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব ছিল পলাশের কাঁধে। প্রযোজককে পলাশ নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিনেমার কাজ শেষ হতেই সেটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এই ছবির মুক্তির ব্যাপারে উদ্যোগী হননি পলাশ, এমনটাই অভিযোগ প্রযোজকের। তিনি নাকি পলাশকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কয়েক কিস্তিতে টাকা দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কাজ হয়ে যাওয়ার পরে টাকা ফেরত দেওয়া নিয়ে কোনও কথাই নাকি বলেননি পলাশ।