Salman Khan's Movie Poster

শেষে কিনা জ্যাকলিন! তিন দশক বলিউড শাসনের পর সলমনের কাণ্ড দেখে মাথায় হাত অনুরাগীদের

ছবির প্রথম ঝলক সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। সব ইতিবাচক দিকেই এগোচ্ছিল। কিন্তু ভাইজান নাকি জ্যাকলিন ফার্নান্ডেজ়কে নকল করেছেন! দাবি নিন্দকদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬
poster of Salman Khan’s Sikandar is out and netizens find similarities with Jacqueline Fernandez’s film

সলমনের নতুন ছবি ‘সিকন্দর’-এর পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবি: সংগৃহীত।

বলিউডের ভাইজান তিনি। তাঁর ছবি নিয়ে বরাবরই অনুরাগীদের মধ্যে উত্তেজনা থাকে তুঙ্গে। বহু দিন ধরেই সলমন খানের আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে চর্চা শুরু হয়েছে। ছবির প্রথম ঝলকও সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। সব ইতিবাচক দিকেই এগোচ্ছিল। কিন্তু ভাইজান নাকি জ্যকলিন ফার্নান্ডেজ়কে নকল করেছেন, দাবি নিন্দকদের।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিকন্দর’-এর প্রথম পোস্টার। সেই ছবির পোস্টারেই নাকি জ্যকলিনের সঙ্গে মিল। ২০২০- তে মুক্তি পেয়েছিল জ্যাকলিনের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’। সেই ছবির পোস্টারকেই হুবহু নকল করা হয়েছে সলমনের ছবির পোস্টারে! এমনই দাবি নিন্দকদের। স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান ওরফ কেআরকে দু’টি ছবির পোস্টার ভাগ করে নিয়েই তুলনা টেনেছেন।

poster of Salman Khan’s Sikandar is out and netizens find similarities with Jacqueline Fernandez’s film

(বাঁ দিকে) সলমনের ‘সিকন্দর’ ছবির পোস্টার, জ্যাকলিনকে দেখা যাচ্ছে তাঁর ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবির পোস্টারে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ছবির ঝলক। তা নিয়েও চর্চা হয়েছিল বিস্তর। “শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সলমনের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইয়ের উদ্দেশেই, মনে করেছিলেন ভাইজানের ভক্তেরা। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সলমন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছিল নেটাগরিকের। দেখা যায়, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করেছেন অনেকে।

‘সিকন্দর’ ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়ালকে। ২০২৫-এর ইদে সলমনের এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন