Prabhat Roy Back In Direction

৮১ বছরে দ্বিতীয় ইনিংস শুরু, আগের মত আবারও ছবি পরিচালনা করবেন প্রভাত রায়?

দীর্ঘ বছর দূরে ছিলেন বিনোদন দুনিয়া থেকে। ৮১ বছরে প্রভাত রায়ের নতুন ভাবনা কী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ২২:৪৭
জন্মদিনে কেক কাটছেন প্রভাত রায়, সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং একতা ভট্টাচার্য।

জন্মদিনে কেক কাটছেন প্রভাত রায়, সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং একতা ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।

বয়স কোনও সংখ্যা নয়, এ ভাবেও ফিরে আসা যায়। ৮১ বছর বয়সে ছোট ছবি ‘বলাই’ পরিচালনার কথা ঘোষণা করে প্রমাণ করে দিলেন পরিচালক প্রভাত রায়। আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছিল প্রবীণ পরিচালক আবার পরিচালনায় ফিরবেন। খবর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘বলাই’-এর চিত্রনাট্য লেখার কাজ শেষ।

Advertisement

সোমবার বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীদের সামনে রেখে প্রভাত রায়ের পরিচালনায় ফেরার খবরে সিলমোহর দিলেন পরিচালকের কন্যা একতা ভট্টাচাৰ্য। প্রভাতকে চিত্রনাট্য, সংলাপ, সহকারী পরিচালনায় সহযোগিতা করবেন তিনি। গানের দায়িত্ব ‘গানওয়ালা’ কবীর সুমনের উপর। সুমনের ‘তিনি বৃদ্ধ হলেন’ গানটি ব্যবহৃত হবে ছবিতে।

পরিচালনায় ফিরছেন প্রভাত রায়।

পরিচালনায় ফিরছেন প্রভাত রায়। —নিজস্ব নিত্র।

পরিচালক জন্মদিনের উদযাপনের রং বেছে নিয়েছেন কালো। বাবা-মেয়ে এ দিন তাই একই রঙে রংমিলন্তি। মঞ্চে সাজানো তিনটি কেক। তার মধ্যে একটি পরিচালকের পছন্দের চকোলেট কেক। উৎসবে উপস্থিত চিরঞ্জিৎ চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী এবং আরও অনেকে। প্রত্যেকে ফিরে যাচ্ছিলেন পুরনো দিনের কথায়। পরিচালনার খবরের পাশাপাশি এ দিন একতা জানান, প্রভাত রায়ের আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ -এর চতুর্থ সংস্করণ শীঘ্রই প্রকাশিত হবে।f

চিরঞ্জিতের সঙ্গে প্রভাত রায়।

চিরঞ্জিতের সঙ্গে প্রভাত রায়। —নিজস্ব চিত্র।

প্রভাতের প্রথম ছোট ছবিতে অভিনয় করবেন কারা? তার আগেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় রসিকতা করেছেন, “তুমি ‘লাঠি ২’ পরিচালনা করো। আমি আবার করেকম্মে খাই! হাতে কোনও কাজ নেই।” একতা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, এখনও অভিনেতা বাছাই হয়নি। শুটিং শুরু হবে গরমের পরে।

এই প্রজন্মের কেউ থাকবেন? প্রভাত রায়ের ইচ্ছে আছে এই প্রজন্মের সঙ্গে কাজ করার। বাকিটা পরিস্থিতি এবং চিত্রনাট্য ঠিক করবে।

Advertisement
আরও পড়ুন