Priyanka Chopra

‘ভার্জিন স্ত্রী একেবারেই খুঁজবে না’ বিয়ের জন্য কেমন নারী দরকার, কী পরামর্শ দিলেন প্রিয়ঙ্কা?

হু পুরুষের চক্ষুশূল হয়ে ওঠেন প্রিয়ঙ্কা চোপড়া। অনেকেই মন্তব্য করতে শুরু করেন তবে নারীদের বিয়ে করার সময় স্বামীর টাকাপয়সা দেখার দরকার নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ২০:১৫
Priyanka Chopra Advice do not look for virgin wife what men should do

কেল এমন পরামর্শ দিলেন প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।

২০১৮ সালে জোধপুরের রাজকীয় প্রাসাদে বিয়ে করেন প্রিয়ঙ্কা চোপড়া। একেবারে রাজা-রানির মতো বিয়ে করেন প্রিয়ঙ্কা ও নিক জোনাস। বিয়ের পোশাক থেকে আতশবাজি কিংবা ভেনু— সবেতেই ছিল আভিজাত্যের ছোঁয়া। এর জন্য কোটি কোটি টাকা খরচ করেন অভিনেত্রী। যদিও একদা সম্পর্কের গুঞ্জন ছিল প্রিয়ঙ্কার। যার মধ্যে সব থেকে চর্চিত তাঁর ও শাহরুখ খানের সম্পর্ক। কিন্তু বয়সে ছোট নিককে বিয়ে করে যে তিনি খুশি সেটা বিভিন্ন সময় জানিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তাই পুরুষদের উদ্দেশে বার্তা দিলেন প্রিয়ঙ্কা।

Advertisement

বছর খানেক আগেই অভিনেত্রী বলেন, ‘‘বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজো না। বরং সভ্য মানুষ খোঁজ। কারণ সতীত্ব এক রাতেই খুইয়ে যেতে পারে। কিন্তু আচার-ব্যবহার মানুষের পরিচয়।’’ অভিনেত্রী এই মন্তব্যের পর বহু পুরুষের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। অনেকেই মন্তব্য করতে শুরু করেন তবে নারীদের বিয়ে করার সময় স্বামীর টাকাপয়সা দেখার দরকার নেই। বরাবরই লিঙ্গসাম্যের কথা বলে এসেছেন, নিজেকে নারীবাদী বলেছেন। তবে কখনওই পুরুষদের খাটো করে নয়। বরং পুরুষের সঙ্গে নারীদের সমান অধিকারের দাবি করে এসেছেন। নিজে স্বামী হিসেবে যাকে পেয়েছেন সেই পুরুষ তাঁকে প্রতি ক্ষেত্রে এগিয়ে দিয়েছেন। তাই নিককে নিয়ে গর্বিত প্রিয়ঙ্কা।

Advertisement
আরও পড়ুন