সারা অর্জুনের কাঁধে চুম্বন রাকেশ বেদীর। ছবি: সংগৃহীত।
পর্দায় তাঁরা বাবা-মেয়ে। বাস্তবে ৫০ বছর বয়সের ফারাক। সেই রাকেশ বেদী অভিনেত্রী সারা অর্জুনের খোলা কাঁধে চুম্বন করেছেন! এই দৃশ্য প্রকাশ্যে আসতেই কটাক্ষে জেরবার বর্ষীয়ান অভিনেতা।
রাকেশ-সারা অভিনয় করেছেন আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে। একটি অনুষ্ঠানে তাঁরা এসেছিলেন। সেখানেই ঘটেছে এই কাণ্ড। ‘অফ শোল্ডার’ পোশাকে সে দিন সেজেছিলেন সারা। রাকেশ সেই অনুষ্ঠানেই উপস্থিত সকলের সামনে সারার খোলা কাঁধে চুম্বন করেন। ব্যস! উপস্থিত ছবিশিকারিরা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ক্যামেরায় বন্দি করেন। ছড়িয়ে দেন সমাজমাধ্যমে।
৭১ বছরের অভিনেতার এ হেন আচরণে স্বাভাবিক ভাবেই বিস্মিত অনেকে! কেন এমন করলেন রাকেশ? সমাজমাধ্যমে ধেয়ে এসেছে এমন সব প্রশ্ন। বর্ষীয়ান অভিনেতা যদিও শুরুতে বিষয়টি নিয়ে কোনও বক্তব্য রাখেননি। কিন্তু কটাক্ষের মাত্রা বাড়তে থাকায় তিনি চুপ থাকেননি। তাঁর কথায়, “সারা বাস্তবেও আমার কন্যাসম। মেয়ের সঙ্গে দেখা হলে বাবা তাকে জড়িয়ে ধরেন। স্নেহচুম্বন দেন। আমিও সেটাই করেছি। এর মধ্যেও নিন্দকেরা ফাঁক খুঁজছেন! পুরোটাই ভীষণ বোকা বোকা ব্যাপার। আমার এই নিয়ে আর কিছুই বলার নেই।” তিনি আরও জানান, ইদানীং মানুষের নজর এতটাই অন্য রকম হয়ে গিয়েছে যে সারার প্রতি তাঁর আচরণে ‘স্নেহ’ দেখতে পাচ্ছেন না কেউ। সাধারণের এই দৃষ্টিভঙ্গি ব্যথিত করেছে তাঁকে।