Ram Charan

দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা, সন্ধ্যা ছ’টার পরে কেন ফোন বন্ধ রাখেন রাম চরণ?

দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা রাম চরণ। অভিনেতার পরিবারের সকলেই প্রায় বিনোদনজগতের সঙ্গে যুক্ত। কোন বিশেষ কারণে সন্ধ্যা ছ’টার পরে ফোন বন্ধ করে দেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১১:০০
রাম চরণ।

রাম চরণ। ছবি: সংগৃহীত।

২০১৩ সালে ‘জ়ঞ্জির’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দক্ষিণী তারকা রাম চরণ। ‘আরআরআর’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। অভিনেতার পরিবারের সকলেই প্রায় বিনোদনজগতের সঙ্গে যুক্ত। তিনি বিশ্বাস করেন, জীবনে সফল হতে গেলে নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রম জরুরি। তাই সন্ধ্যা ছ’টার পরে ফোন বন্ধ করে দেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কর্মজীবনের পাশপাশি তাঁর ব্যক্তিগত জীবনের সমান গুরুত্ব রয়েছে। তিনি কাজসর্বস্ব হয়ে জীবন কাটাতে চান না। রাম চরণ বলেন, ‘‘আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত কাজ করতে রাজি। কিন্তু, তার পরে ফোন পুরোপুরি বন্ধ করে দিই।’’ শুধু তা-ই নয়, অভিনেতা সন্ধ্যা ছ’টার মধ্যে রাতের খাবারও খেয়ে নেন।

অভিনেতা খুব সাধারণ খাবার খেতেই ভালবাসেন। অভিনেতার স্ত্রী উপাসনা জানান, দেশে হোক কিংবা বিদেশে, রাতের খাবারে খিচুড়িই চাই অভিনেতার। তবে রামের সকাল শুরু হয় এক গ্লাস দুধ খেয়ে। এই মুহূর্তে তিনি তাঁর পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন জাহ্নবী কপূর। মার্চ মাস থেকে শুটিং শুরু করবেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন