Ranbir Kapoor-Alia Bhatt

রাহার পর আলিয়া-রণবীরের সংসারে নতুন অতিথি! কন্যা নাকি পুত্র কী ইচ্ছে অভিনেতার?

দেখতে দেখতে দু’বছরের বেশি বয়স হল ছোট্ট রাহার। এ বার ফের পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া! মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:৫৬
Ranbir Kapoor Shares he hopes for second Child a Daughter after Raha

সপরিবার কাজল আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর কপূর-আলিয়া ভট্ট। সেই বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণ-লিয়া। নভেম্বর মাসেই জন্ম হয় কন্যা রাহা কপূরের। দেখতে দেখতে দু’বছরের বেশি বয়স হল ছোট্ট রাহার। এ বার ফের পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া!কপূর দম্পতি ‘হম দো, হমারে দো’-তে বিশ্বাসী। বিয়ের আগে বিভিন্ন সময় সাক্ষাৎকারে নিজের সেই বাসনার কথা জানিয়েছেন রণবীর-ঘরনি। মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তাঁরা। দ্বিতীয় সন্তান চান, স্বীকার করলেন রণবীরও। জানালেন পুত্র নাকি কন্যা, এ বার ইচ্ছে কী?

Advertisement

মেয়ের জন্মের পর মানুষ হিসেবে বদলে গিয়েছেন রণবীর, সে কথা বিভিন্ন সময় জানিয়েছেন আলিয়া। মেয়ের নামের উল্কি করে রেখেছেন নিজের শরীরে। সেটাই ছিল রণবীরের প্রথম উল্কি। এ বার দ্বিতীয় উল্কির অপেক্ষায় রয়েছেন অভিনেতা! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’’ শুধু তাই নয় রণবীর সাফ জানন, দ্বিতীয় বারও কন্যা সন্তান চান তিনি। তাঁর কথায়, ‘‘আমি আশা করব আমাদের দ্বিতীয় সন্তান হলে কন্যাই হবে। কারণ আমি বরাবর কন্যাই চেয়েছি।’’ সম্প্রতি আলিয়া ভট্টও এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এ ছাড়াও কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয়দিনে আলিয়ার পোশাক দেখে অনেকেই ধারণা করেন মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও সেই ভ্রম কেটে যায় পরের দিনই। এ বার তাঁদের অনুরাগীরা দিন গুনছেন কবে সুখবর দেবেন দম্পতি সেই অপেক্ষায়।

Advertisement
আরও পড়ুন