‘ধুরন্ধর’-এর প্রশংসায় রণদীপ হুডা। ছবি: সংগৃহীত।
‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির জন্য কটাক্ষ ধেয়ে এসেছিল। ‘ধুরন্ধর’ দেখে সেই কথাই মনে প়ড়ে যাচ্ছে রণদীপ হুডার। সম্প্রতি, আদিত্য ধর পরিচালিত এই ছবি দেখেছেন অভিনেতা। ছবির প্রশংসা করেছেন তিনি।
‘ধুরন্ধর’-এ পাকিস্তানকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে, এমন দাবি করেছেন অনেকেই। কেউ কেউ আবার পদ্মশিবিরের ‘প্রোপাগান্ডা’ ছবি বলেও কটাক্ষ করেছে। কিন্তু, এমন দাবি মানতে নারাজ রণদীপ। তিনি লিখেছেন, “‘ধুরন্ধর’ দেখে আমি উড়ে গিয়েছি। আদিত্য ধরকে অভিনন্দন। ক্ষুরধার পরিচালনা। চিত্রনাট্য টানটান, আবহসঙ্গীত অসাধারণ।” ছবিতে অক্ষয় খন্না, রণবীর সিংহ, আর মাধবন ও অর্জুন রামপালের অভিনয়েও মুগ্ধ তিনি। সঞ্জয় দত্ত ও রাকেশ বেদীর অভিনয়েরও প্রশংসা করেছেন তিনি।
একের পর এক কটাক্ষের শিকার হচ্ছে ‘ধুরন্ধর’, এই বিষয়টি দেখে নিজের ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকর’-এর কথা মনে পড়ে যাচ্ছে অভিনেতার। তিনি লেখেন, “সেই একই রকমের কাটাছেঁড়া, সেই একই রকমের সমালোচনা আর কটাক্ষ। সাভারকর ও আমিও এমন ঝড়ের মধ্যে দিয়ে হেঁটেছি। আদিত্য ধরের শক্তি ও জয় দেখে আমি সত্যিই খুশি। এই সাফল্য ওঁর প্রাপ্য।”
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’কে প্রোপাগান্ডা তকমা দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মুকেশ ছাবড়াকে। তখন বলিউডের কাস্টিং পরিচালক বলেছিলেন, “আমার কাজ করতে ভাল লাগে। আমি চলচ্চিত্রপ্রেমী। হাজারো মতামত নিয়ে আমি কাজ করতে যাই না। আমি সব রকমের ছবিতে কাজ করব। বাচ্চাদের ‘চিল্লর পার্টি’ হোক বা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সব ছবিতেই কাজ করব আমি। আমি ছবিতে অভিনেতাদের নিযুক্ত করে একটা নতুন দুনিয়া তৈরি করতে ভালবাসি। চলচ্চিত্রকে চলচ্চিত্র হিসাবেই দেখতে ভালবাসি।”