Urvashi Rautela

‘হিন্দু ধর্ম রসিকতায় পরিণত হচ্ছে’, উর্বশী নিজেকে দেবী বলে দাবি করায় কী বললেন রশ্মি দেসাই?

উর্বশী দাবি করেছেন যে, তাঁর নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত ‘উর্বশী মন্দির’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:১৭
Rashami Desai slams Urvashi Rautela as she claimed that she is a goddess

উর্বশীকে কটাক্ষ রশ্মির। ছবি: সংগৃহীত।

উর্বশী রৌতেলা মুখ খুললেই বিতর্ক। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ তিনি। এ বার নিজেকে প্রায় ‘দেবী’ তকমা দিয়ে ফেললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, তাঁর নামে নাকি মন্দিরও রয়েছে এই দেশে। সেই মন্দিরে তিনি পূজিত হন। উর্বশীর এই মন্তব্য শুনে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আবার কটাক্ষও ধেয়ে এসেছে। এ বার উর্বশীর এই মন্তব্যের নিন্দা করলেন অভিনেত্রী রশ্মি দেসাই।

Advertisement

উর্বশী দাবি করেছেন যে, তাঁর নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত ‘উর্বশী মন্দির’। এই প্রসঙ্গে উর্বশী বলেন, ‘‘আমার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির।’’ এমনকি অভিনেত্রী এ-ও বলেন, ‘‘মন্দির থাকলে মানুষ তো আসবেনই আশীর্বাদ নিতে।’’ সেই মন্দিরে তিনি পূজিত হন এবং অনুরাগীরা তাঁর উদ্দেশে এই মন্দির গড়েছেন বলে দাবি উর্বশীর।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের বামনি গ্রামে সত্যিই রয়েছে উর্বশী মন্দির। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু পুরাণে উল্লিখিত দেবী উর্বশীকে পুজো করা হয় এই মন্দিরে। এর সঙ্গে উর্বশী রৌতেলার কোনও যোগ নেই। বামনি গ্রামের বাসিন্দারা এই দেবীর পুজো করেন। তাই তাঁরা উর্বশী রৌতেলার মন্তব্যের বিরোধিতা করেছেন এবং দাবি করেছেন, অবিলম্বে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে।

উর্বশীর এই মন্তব্য সমাজমাধ্যমে তুলে ধরে রশ্মি লিখেছেন, “সত্যিই অবাক লাগে, এই ধরনের নির্বোধ মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। ভারতে হিন্দু ধর্ম যেন রসিকতায় পরিণত হয়েছে। ভারতের প্রতিনিধিত্ব করে ইচ্ছে করে এই সব অর্থহীন কথা বলছেন। দয়া করে ধর্মের নামে এই খেলা খেলবেন না।”

Advertisement
আরও পড়ুন