Raveena Tandon

‘রাতের পর রাত ঘুমোতে পারিনি’, খাওয়াদাওয়া বন্ধ করেন রবিনার মা-বাবা, কী ঘটেছিল নায়িকার সঙ্গে?

অভিনেত্রী রবিনা টন্ডনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে। এক বার রাতের ঘুম উড়েছিল নায়িকার। আত্মীয়, পাড়া-প্রতিবেশীদের কাছে অপ্রস্তুতে পড়েছিলেন তাঁর মা-বাবা। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১১:৩৮
কোন ঘটনার কথা বললেন রবিনা?

কোন ঘটনার কথা বললেন রবিনা? ছবি: সংগৃহীত।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকের কৌতূহলের শেষ নেই। অনেক ক্ষেত্রে এমন কিছু তথ্য প্রকাশ্যে আসে যা নিয়ে ভুক্তভোগীও হতে হয় নায়ক-নায়িকাদের। এমনই এক অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী রবিনা টন্ডন। রাতের ঘুম উড়েছিল নায়িকার। আত্মীয়, পাড়া-প্রতিবেশীদের কাছে অপ্রস্তুতে পড়েছিলেন তাঁর মা-বাবা।

Advertisement

কী এমন ঘটেছিল রবিনার সঙ্গে? অভিনেত্রী বলেন, “বেশ কিছু বছর আগের ঘটনা। হঠাৎ এক দিন ম্যাগাজ়িনে পড়লাম, লেখা হয়েছে এক ফর্সা মতো ছেলে প্রতি দিন আমাকে শুটিংয়ে পৌঁছে দেয়। এক বারের জন্যও সত্যতা যাচাই করেনি কেউ। আমার নিজের ভাইকে প্রেমিক ভেবে নিয়েছিলেন তাঁরা। যার ফলে প্রচণ্ড অসম্মানিত বোধ করেছিলাম। মা-বাবা খাওয়াদাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। খুব কষ্ট হয়েছিল। রাতের পর রাত ঘুমোতে পারিনি আমি।”

শুধু এটাই নয়। এ ছাড়াও বহু বার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রির অন্দরে এক সময় কানাঘুষো ছিল, অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে রয়েছেন রবিনা। একসঙ্গে ছবিও করেছিলেন তাঁরা। কিন্তু পরে নাকি করিশ্মা কপূরের জন্য রবিনার সঙ্গে প্রতারণা করেন অজয়। অভিনেতা যদিও কখনও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে আলোচনা করেননি।

Advertisement
আরও পড়ুন