Sushant Singh Rajput

প্রেম দিবসে ফের চর্চায় সুশান্ত! বান্দ্রার ‘অভিশপ্ত’ ফ্ল্যাট হঠাৎ সেজে উঠল মোমবাতির আলোয়

মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। সুশান্তের পরিবার এখনও দিন গুনছেন সত্যিটা জানার জন্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫
Russian fans of Sushant Singh Rajput light candles in front of his Bandra flat

প্রেম দিবসে চর্চায় সুশান্ত। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে কেটে গিয়েছে চার বছরের বেশি সময়। এখনও সুশান্ত সিংহ রাজপুতকে ভুলতে পারেননি তাঁর অনুরাগীরা। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার দেহ। সেই মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। সুশান্তের পরিবার এখনও দিন গুনছেন সত্যিটা জানার জন্য। শুধু পরিবার নয়। অভিনেতার অনুরাগীরাও রয়েছেন সেই আশায়। প্রেম দিবসেও তাঁরা মনে করলেন সুশান্তকে।

Advertisement

শুধু দেশে নয়। সুশান্তের অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন বিদেশি অনুরাগীরাও। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে সুশান্তের রুশ অনুরাগীরা জড়ো হলেন। বান্দ্রার সেই ফ্ল্যাটের সামনে তাঁরা মোমবাতি নিয়ে মনে করলেন প্রয়াত অভিনেতাকে। ভালবাসাও জানালেন। তাঁদের সঙ্গে ছিল সুশান্তকে নিয়ে তৈরি নানা পোস্টার ও প্ল্যাকার্ড। জানা যাচ্ছে, সুশান্তের ছবি ‘এমএস ধোনি’ দেখে মুগ্ধ হয়েছিলেন এই রুশ অনুরাগীরা। তার পর থেকেই সুশান্তের জীবনযাপন ও ছবির উপর নজর রাখতেন তাঁরা। তাই প্রেম দিবসেও তাঁদের মনে প্রয়াত অভিনেতা। এই দিন সুশান্তের মৃত্যুর সঠিক বিচারের দাবিও তোলেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

গত মাসেই ছিল সুশান্তের জন্মদিন। ২১ জানুয়ারি অভিনেতার স্মৃতিতে ডুবেছিলেন তাঁর পরিবার ও অনুরাগীরা। প্রযোজক একতা কপূরও এই দিন একটি বিশেষ পোস্ট করেছিলেন। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক থেকে একটি পুরনো ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। সঙ্গে একতা লিখেছিলেন, “কত স্মৃতি, কত আবেগের কথা মনে পড়ে যায় মাঝে মাঝেই। আজও তেমনই একটা দিন। শুভ জন্মদিন। তুমি যেখানেই থাকো, উজ্জ্বল হয়ে থেকো। হাসতে থেকো এবং মনে রেখো, তোমাকে আমরা ভালবাসি।”

সুশান্তকে শেষ দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ ছবিতে। তাঁর বিপরীকে অভিনয় করেছিলেন সঞ্জনা সঙ্ঘি।

Advertisement
আরও পড়ুন