Saif Ali Khan on Taimur

‘ও আমার চেয়েও বেশি...’, পুত্র তৈমুরকে নিয়ে কোন সত্য ফাঁস করলেন সইফ?

তৈমুরের সাহস দেখে অবাক হয়েছিলেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। ছেলের সাহসে মুগ্ধ বাবা সইফও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:২৫
Saif Ali Khan said that he wants to steal Taimur Ali Khan’s positivity

তৈমুরকে নিয়ে কী বললেন সইফ? ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় থমকে গিয়েছিল বি-টাউন। মধ্যরাতে দুষ্কৃতী ঢুকে পড়েছিল তারকার বাড়িতে। চুরিতে বাধা দিলে তারকাকে ছুরিকাঘাত করে ওই অজ্ঞাতপরিচয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান সইফ। বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখেও ভয় পায়নি সইফ-পুত্র তৈমুর। আট বছরের বালক বরং বাবার সঙ্গে হাসপাতালে গিয়েছিল সে রাতে। তৈমুরের সাহস দেখে অবাক হয়েছিলেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। ছেলের সাহসে মুগ্ধ বাবা সইফও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, একরত্তি তৈমুরের থেকে একটি বিশেষ গুণ রপ্ত করছেন তিনি।

Advertisement

এই মুহূর্তে আসন্ন ছবি ‘জুয়েল থিফ’ নিয়ে ব্যস্ত সইফ। ছবির প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে সইফকে প্রশ্ন করা হয়, পুত্র তৈমুরের থেকে কোন জিনিসটা চুরি করতে চাইবেন? উত্তরে সইফ বলেন, “ওর ইতিবাচক সত্তা। ও কিছু বিষয়ে আমার চেয়েও অনেক বেশি ইতিবাচক। বলা ভাল, বেশির ভাগ বিষয়েই ও আমার চেয়ে বেশি ইতিবাচক থাকে। আসলে শিশুদের সবচেয়ে বড় গুণ তো এটাই।”

জন্মের পর থেকেই বার বার চর্চায় উঠে এসেছে তৈমুর। ছবিশিকারিদের ক্যামেরাও সব সময় তাক করা থাকত তার দিকে। তবে হামলার ঘটনার পর থেকে পুত্র তৈমুর ও জেহকে আড়ালেই রাখছেন সইফ ও করিনা। ছবিশিকারিদের সামনেও আর দুই পুত্রকে আনছেন না তাঁরা।

উল্লেখ্য, ‘জুয়েল থিফ’ ছবিতে সইফ ছাড়াও রয়েছেন জয়দীপ অহলওয়াত, কুণাল কপূর, নিকিতা দত্ত। ছবিটি খুব শীঘ্রই ওটিটি মঞ্চে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন