Salman Khan

বিয়েবাড়িতেও শান্তি নেই সলমনের! প্রতি মুহূর্তে মৃত্যুভয়, কী ভাবে আরও জোরদার হল তাঁর নিরাপত্তা?

সম্প্রতি মুম্বইতে বন্ধু আয়াজ় খান ও জ়েবার বিয়েতে গিয়েছিলেন বলিউডের ভাইজান। তাঁর নিজস্ব নিরাপত্তারক্ষীরা ছিলেন বটেই। তার সঙ্গে মুম্বই পুলিশের ‘ওয়াই প্লাস ক্যাটেগরি’র নিরাপত্তাও ঘিরে ছিল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১০:৩৮
Salman Khan

বিয়ে বাড়িতেও আতঙ্কে সলমন। ছবি: সংগৃহীত।

নিমন্ত্রণে গিয়েও শান্তি নেই সলমন খানের। গত এক বছর ধরে মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে ঘুরছেন তিনি। পর পর এসেছে লরেন্স বিশ্নোইয়ের থেকে হুমকি। এমনকি সলমনের বাড়ি গ্যালাক্সির সামনেও চলেছে গুলিবর্ষণ। তার পর থেকে জোরদার করা হয় তাঁর নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তার গণ্ডী পেরিয়েও কিছু দিন আগে ফের সলমনের বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় মহিলা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাঁর ছবি। তারও আগে জিতেন্দ্রকুমার সিংহ নামক এক যুবক সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। তাই এ বার বিয়ে বাড়ি যেতেও ভয় পাচ্ছেন সলমন।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে বন্ধু আয়াজ় খান ও জ়েবার বিয়েতে গিয়েছিলেন বলিউডের ভাইজান। তাঁর নিজস্ব নিরাপত্তারক্ষীরা ছিলেন বটেই। সঙ্গে মুম্বই পুলিশের ‘ওয়াই প্লাস ক্যাটেগরি’র নিরাপত্তাও ঘিরে ছিল তাঁকে। বিয়েবাড়িতে প্রবেশ করেই প্রথমে বর ও কনের সঙ্গে দেখা করেন সলমন। তার পরে হাসিমুখে তাঁদের পরিবারের সঙ্গে ছবি তোলেন। বিয়ে বাড়িতে সলমনকে দেখেই অন্য অতিথিরা এগিয়ে আসতে থাকেন। সামাল দেন নিরাপত্তারক্ষীরা। বিয়ে বাড়িতে সলমনের সঙ্গে এসেছিলেন তাঁর ভাই সোহেল খান ও সোহেলের পুত্র নির্বাণ খানও।

উল্লেখ্য, গত ২০ মে সকালে অভিনেতার আবাসনে ঢুকে পড়েন বছর তেইশের এক অনুরাগী। ঘড়িতে তখন সকাল ৭ টা ১৫। জিতেন্দ্রকুমার সিংহ নামক এক যুবক সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। জানা গিয়েছে, তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। ওই ব্যক্তি আপাতত বান্দ্রা থানার হেফাজতে রয়েছেন জোর করে অনুপ্রেবশের অভিযোগে। ওই একই দিনে এক বছর বত্রিশের মহিলা অনুরাগী সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। নাম ইশা ছাবড়া। পুলিশের হাতে ধরা পড়েন তিনিও।

Advertisement
আরও পড়ুন