Salman Khan

বিশ্নোই-ভয়ে কাঁটা! বাড়ির বারান্দায় সলমন বুলেট প্রতিরোধী কাচ বসিয়েছেন কোন কারণে?

সলমনের ফ্ল্যাটের বারান্দা আগে পর্দা দিয়ে ঘেরা থাকত। জন্মদিন বা ইদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন অভিনেতা। সেখানেই আচমকা মোটা কাচ বসালেন কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৪:২৮
সলমনের ফ্ল্যাটের বুলেট প্রতিরোধী কাচ বসালেন কোন কারণে?

সলমনের ফ্ল্যাটের বুলেট প্রতিরোধী কাচ বসালেন কোন কারণে? ছবি: সংগৃহীত।

গত এক বছর ধরে সলমনকে ধাওয়া করে বেড়াচ্ছে লরেন্স বিশ্নোইয়ের হুমকি। অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায়। এমনকি, এক সময়ে সলমনের বাড়ির সামনেও তারা গুলিবর্ষণ করেছিল। তার পরে অভিনেতার বান্দ্রার সমুদ্রমুখী ফ্ল্যাট ‘গ্যালাক্সি’-র জানলায় বসেছে বুলেটপ্রুফ কাচ। গত বছর মুম্বইয়ে খুন হয়েছেন রাজনীতিবিদ বাবা সিদ্দিকি। মনে করা হয়, সলমন-ঘনিষ্ঠতার কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। আর তার পর থেকেই আরও কড়া হয়েছে সলমনের নিরাপত্তা।

Advertisement

খান পরিবার কোনও রকম ঝুঁকি নিতে চাইছে সলমনকে নিয়ে। কিন্তু সত্যিই কি ভয় পেয়েছেন ভাইজান! বিশ্নোইদের ভয়েই কি তাঁদের খোলা বারান্দায় বসল ‘বুলেট প্রুফ’ কাঁচ! এ বার মুখ খুললেন অভিনেতা।

গ্যালাক্সি আবাসনের দোতলায় সলমনের এক কামরার ফ্ল্যাট। কিন্তু সঙ্গে রয়েছে বড় একটা বারান্দা। অভিনেতার অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা এই বারান্দা। আগে এই বারান্দাটি পর্দা দিয়ে ঘেরা থাকত। নিজের জন্মদিন বা ইদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন বলিউডের ভাইজান। কিন্তু এ বার বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢেকে দেওয়া হল বিশেষ কাচে। এক সূত্রের দাবি, যে ভাবে বার বার অভিনেতার কাছে লরেন্স বিশ্নোই ও তার দলবলের তরফে হুমকি এসেছে, তা দেখে আর কেউ ঝুঁকি নিতে চাইছেন না। তার উপর সম্প্রতি মুম্বইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনাও ভাবাচ্ছে মুম্বই পুলিশকে। গত বছরেই অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। অভিনেতার সঙ্গে এখন প্রায় সর্ব ক্ষণ ৪০ জন নিরাপত্তাকর্মী থাকেন।

কিন্তু সলমনের দাবি অবশ্য অন্য। অভিনেতা বলেন, ‘‘ফ্ল্যাটের উচ্চতা কম হওয়ায় বহু অনুরাগী বাইরে থেকে পাইপ বেয়ে বারান্দায় উঠে পড়েন। অনেক সময় আমি দেখেছি বারান্দায় অচেনা ব্যক্তি ঘুমিয়ে রয়েছেন। অনুরাগীদের কারণেই এটা ঘিরতে হল।’’

Advertisement
আরও পড়ুন