Salman Khan

‘৪০-৫০ বছর একসঙ্গে থেকেও কেউ পিঠে ছুরি মারতে পারে’, প্রেম-বিচ্ছেদ নিয়ে মত সলমনের

শোনা যায় প্রেমে যন্ত্রণা পাওয়ার পরে নাকি ভেঙেও পড়েন তিনি। ভাঙা মন জুড়ে ফের কী ভাবে স্বাভাবিক হতে হয়, জানালেন সলমন খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১
Salman Khan finally talks about relationship and break up on Arhaan Khan’s podcast

প্রেম-বিচ্ছেদ নিয়ে কী বললেন সলমন! ছবি: সংগৃহীত।

একাধিক নায়িকার সঙ্গে জড়িয়েছে নাম। ব্যক্তিগত জীবনের জন্য সব সময় থেকেছেন চর্চায়। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেননি সলমন খান। তাঁর ভারিক্কি ‘ভাইজান’ সুলভ ভাবমূর্তি সকলেরই প্রায় চেনা। কিন্তু শোনা যায় প্রেমে যন্ত্রণা পাওয়ার পরে নাকি ভেঙেও পড়েছেন তিনি। ভাঙা মন জুড়ে ফের কী ভাবে স্বাভাবিক হতে হয়, জানালেন সলমন খান। ভাইপো আরহান খানকে তাঁর পডকাস্টেই পরামর্শ দিলেন, সম্পর্ক ভাঙলে ঠিক কী কী করতে হয়।

Advertisement

সম্পর্ক ভেঙে গেলে, দুঃখ ভুলে দ্রুত স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সলমন। ভাইজানের পরামর্শ, “প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাকে চলে যেতে দাও। বিদায় জানাও। শরীরের ক্ষতের উপর থেকে ‘ব্যান্ড-এইড’ তুলে ফেলতে হলে কী করো? ধীরে ধীরে তোলো নাকি একেবারে তুলে ফেলো? সম্পর্ক ভেঙে গেলে একটা ঘরে নিজেকে বন্ধ করে কান্নাকাটি করে নাও ভাল করে। তার পর এই অধ্যায়টা শেষ করে দাও। কান্নাকাটি হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলো।”

তবে সব কিছুর পরেও নিজের ভুল বুঝতে পারা ও স্বীকার করে নেওয়া জরুরি বলে মনে করেন সলমন। তাঁর কথায়, “ভুল করলে সব সময়ে ক্ষমা চেয়ে নেবে। ‘ধন্যবাদ’ ও ‘দুঃখিত’ এই কথা দুটো যেন স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার কোনও দরকার নেই। তবে যেখানে তোমাকে সম্মান করা হবে না, সেখানে যাবে না।” নিজের কাজ ও লক্ষ্যে অনড় থাকার কথা বলেছেন তিনি। সলমনের পরামর্শ, “নিজের লক্ষ্যে স্থির থেকো। নিজের কাজে যেন সব সময়ে মন থাকে।”

সম্পর্ক নিয়ে সলমন আরও বলেন, “সম্পর্কে যাওয়া ভাল। হয়তো কারও সঙ্গে বহু সময় কাটিয়েছ। হতেই পারে, ৪০-৫০ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার পরে বুঝতে পারলে, তোমার পিছনে ছুরি মারা হচ্ছিল। কিন্তু বুঝতে পারার পরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে যেন ৩০ সেকেন্ড সময়ও না লাগে। জীবন থেকে মুছে দাও সেই সম্পর্ক। প্রেম, বন্ধুত্ব যে সম্পর্কই হোক, বুঝে যাও ‘খল্লাস’।”

Advertisement
আরও পড়ুন