Salman Khan

কর্নেলের উর্দিতে সলমনের ‘রোমান্টিক’ লুক! প্রশ্ন উঠতেই, কী সাফাই দিলেন নায়ক?

প্রথম ঝলক আসার পর থেকে আলোচনায় একটি নির্দিষ্ট দৃশ্য। ছবিতে এক কর্নেলের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। কিন্তু, কী নিয়ে আপত্তি জানাচ্ছে নেটাগরিকেরা? মুখ খুললেন অভিনেতা নিজেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৫১
কী সাফাই সলমনের?

কী সাফাই সলমনের? ছবি: সংগৃহীত।

পরনে কর্নেলের উর্দি। হাতে গাছের মোটা গুঁড়ি। কপাল থেকে রক্ত ঝরছে। সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই আলোচনায় ভাইজানের একটি দৃশ্য। গাছের গুঁড়ি হাতে নায়ককে দেখে অনেকেই প্রশ্ন করছেন, এটা কি ‘রোমান্টিক’ দৃশ্য?

Advertisement

প্রথম ঝলক আসার পর থেকে আলোচনায় এই দৃশ্য। ছবিতে এক কর্নেলের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। আর এই ধরনের চরিত্রে অভিনয় করতে গিয়ে সলমন এমন ‘লুক’ কী ভাবে দেন? এই নিয়ে প্রশ্ন তুলেছিল দর্শকের একাংশ। অর্থাৎ ওই নির্দিষ্ট দৃশ্যে অভিনেতার তাকানোর ধরন বা অভিব্যক্তিতে আপত্তি উঠেছে। এর জবাবও দিয়েছেন নায়ক। ভাইজান বলেন, “আমি এক জন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। যে তার দলের সদস্যদের সব সময় উৎসাহ দেয়। সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। ওটা কোনও ভাবেই রোমান্টিক দৃশ্য নয়। মানুষ যা ভাবার ভাবুক!”

খবর, এই ছবির জন্য পারিশ্রমিক কোটি কোটি টাকা বাড়িয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রায় ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সলমন। হাড়ভাঙা খাটুনিও খেটেছেন। উল্লেখ্য, এই ছবির পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে।

Advertisement
আরও পড়ুন