Salman Khan

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সলমন খান! ‘সুইসাইড ডিজ়িজ়’ নিয়ে কী বললেন ভাইজান?

অভিনেতা নাকি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজ়ম, এভি ম্যালফরমেশনের মতো রোগে বহু বছর ধরে ভুগছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:২৮
Salman Khan said that he has been battling with complicated diseases for last few years

জটিল রোগে ভুগছেন সলমন খান। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত সলমন খান। কিন্তু তা-ও সেই অসুস্থতা তাঁকে কাবু করতে পারেননি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে চলেছেন তিনি। কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজেই জানালেন সলমন খান। অভিনেতা নাকি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজ়ম, এভি ম্যালফরমেশনের মতো রোগে বহু বছর ধরে ভুগছেন।

Advertisement

অসুখ থাকবেই। কিন্তু বলিউডে টিকে থাকতে কঠোর পরিশ্রম করে যেতে হবে বলে মনে করেন সলমন খান। অভিনেতা বলেন, “রোজ হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে, এ দিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজ়ম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তা-ও চলা ফেরা করছি।”

সলমন জানান, তাঁর জীবনে এমন নানা রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বে়ড়ে যায় বলেও জানান অভিনেতা। ২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সলমন। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজ়িজ়’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছয়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এই রোগের। মূলত রোগীর মুখমণ্ডলে এই যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। অ্যানিউরিজ়ম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্য দিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্ক-সহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে।

সলমন খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকন্দর’। ছবি নিয়ে অনুরাগীদের প্রবল আশা ছিল। কিন্তু মুখ থুবড়ে পড়ে অভিনেতার এই ছবি।

Advertisement
আরও পড়ুন