Samantha Ruth Prabhu

প্রেমিকের সঙ্গে একত্রবাস, শান্তি নেই মুম্বইয়েও! রাজের প্রাক্তন স্ত্রী দিলেন কোন ইঙ্গিত?

রাজ-সামান্থার সম্পর্কের খবর সামনে আসতেই সমাজমাধ্যমে প্রায় নিয়মিত কোনও না কোনও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। এ বার দিলেন নতুন কোন ইঙ্গিত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১২:৩৯
সামান্থার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজের প্রাক্তন স্ত্রীর!

সামান্থার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজের প্রাক্তন স্ত্রীর! ছবি: সংগৃহীত।

নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাই তাঁর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে ফের প্রেমে পড়বেন সামান্থা? ফিরবেন জীবনের দিকে!

Advertisement

অবশেষে অপেক্ষার অবসান। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে করতে চাইছেন না। তাঁরা নাকি একত্রবাস করবেন! হায়দরাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকি ভাবে মুম্বইয়ে থাকছেন সামান্থা! তবু যেন শান্তি নেই সামান্থার। রাজ-সামান্থার সম্পর্কের খবর সামনে আসতে প্রায় নিয়মিত কোনও না কোনও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাত্তন স্ত্রী শ্যামলী দে।

শ্যামলী সরাসরি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু নেটাগরিকের অনুমান, শ্যামলীর পোস্টের নিশানায় সামান্থাই। পরিচালকের প্রাক্তন স্ত্রী তাঁর সমাজমাধ্যমে লেখেন, ‘‘বিশ্বাস সব থেকে অমূল্য সম্পদ। একবার তা হারিয়ে গেলে কোনও ভাবে তা পাওয়া যায় না।’’

এর আগেও একদিন শ্যামলী লেখেন, “ভাল কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। মানুষের সঙ্গে ভাল আচরণ করুন।” সামান্থা ও রাজের খবর প্রকাশ্যে আসতেই একের পর এক পোস্ট করছেন শ্যামলী দে। সামান্থা কিছু দিন আগেই একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, রাজের কাঁধে মাথা রেখেছেন। সেই ছবির পরই অনুরাগীরা অনুমান করতে শুরু করেন, সামান্থা ও রাজ সম্পর্কে জড়িয়েছেন।

রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বাঙালি পরিবারের মেয়ে। ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। ২০২২-এ বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Advertisement
আরও পড়ুন