সারা ও ওরির মধ্যে ধুন্ধুমার! ছবি: সংগৃহীত।
সারা আলি খান ও ওরির মধ্যে ধুন্ধুমার! প্রকাশ্যে অভিনেত্রীকে নিয়ে ব্যঙ্গ করছেন বলিউডের নেটপ্রভাবী। প্রথমে সবাই বিষয়টিকে রসিকতা ভাবলেও, পরে বোঝা যায় বন্ধুত্ব ভেঙেছে সারা ও ওরির। এমনকি, সারার মায়ের নাম নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি ওরি।
কিছু দিন আগে ওরি তাঁর সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করেন। সবচেয়ে খারাপ কিছু নামের উদাহরণ দিয়েছেন ওরি। সেই তালিকায় রয়েছে তিনটি নাম— অম়ৃতা, সারা, পলক। এখান থেকেই সমস্যার সূত্রপাত। সারার মায়ের নাম অমৃতা সিংহ এবং সারার ভাই ইব্রাহিম আলি খানের আলোচিত প্রেমিকার নাম পলক তিওয়ারি। কিন্তু ওরি হঠাৎ কেন সারা ও তাঁর পরিবারের মহিলাদের এ ভাবে নিশানা করেছেন তা স্পষ্ট নয়।
এখানেই শেষ নয়। ওরি একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নেটপ্রভাবীর পরনে একটি টিশার্ট। তার উপরে অন্তর্বাসের ডিজ়াইন করা। ওরির এক অনুরাগী প্রশ্ন করেন, “এই অন্তর্বাস ঠিক কী ধরে রাখার জন্য রয়েছে?” উত্তরে কোনও রাখঢাক না করেই ওরি বলেন, “সারা আলি খানের সফল কিছু ছবি!” অনুরাগী প্রথমে ভাবেন, ওরি হয়তো মজা করছেন। তাই তিনি লেখেন, “এই মন্তব্য দেখে সারাও হয়তো হাসছেন।” এর পাল্টা জবাবে ওরি বলেন, “হাসছেন? নিজের কেরিয়ার দেখে হাসছেন বলে আমার মনে হয়।” এই মন্তব্য স্পষ্ট করে দেয়, সারা ও ওরির মধ্যে বড় কোনও সমস্যা তৈরি হয়েছে। যার জন্য প্রকাশ্যে অভিনেত্রীর নামে এ সব বলছেন নেটপ্রভাবী। ওরির কয়েকজন অনুরাগী তাঁকে উৎসাহ দিয়েছেন।
অন্য দিকে, সারার অনুরাগীরা চটেছেন। তাঁদের বক্তব্য, “ওরির কোনও সভ্যতাবোধ নেই। যা খুশি এমন কাউকে বলা যায় না। সমাজমাধ্যমে মানসিক হেনস্থা করছে ও।”
একসময়ে সারা ও ওরি বন্ধু বলেই পরিচিত ছিলেন। ইনস্টাগ্রামে দেখা যায়, ওরিকে ইতিমধ্যেই ‘আনফলো’ করে দিয়েছেন সারা ও ইব্রাহিম দু’জনই। তবে সারা বা তাঁর সহযোগীদের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি এই প্রসঙ্গে।