অসুস্থ শাকিরা, বাতিল হল শো। ছবি: সংগৃহীত।
আচমকা অসুস্থ কলম্বিয়ান গায়িকা শাকিরা। পেটে অসহ্য যন্ত্রণা। বাতিল হল গায়িকার পেরুর অনুষ্ঠান। গত ১৫ ফেব্রুয়ারি রাতে তীব্র পেটেব্যথায় ভুগতে শুরু করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের এক্স হ্যান্ডেলে স্বাস্থ্যের হাল-হকিকত জানালেন গায়িকা।
শাকিরা লেখেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পেটের ব্যথায় কাতর। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আমি। চিকিৎসকেরা জানিয়েছেন এখনই অনুষ্ঠান করার মতো শারীরিক অবস্থা নেই। তাই বাধ্য হয়ে তা বাতিল করছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব। খুব দুঃখ হচ্ছে, আপনাদের সামনে অনুষ্ঠানটা করতে পারলাম না। তবে আমি আশাবাদী, ভবিষ্যতে পেরুর অনুরাগীদের জন্য অনুষ্ঠান করব।”
গায়িকার এমন শারীরিক পরিস্থিতির কথা শুনে বেশ উদ্বেগেই ছিলেন অনুরাগীরা। গায়িকা তাঁদের আশ্বস্ত করে লেখেন, ‘‘আমি আপনাদের সকলকে ভালবাসি। আমার পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।” সূত্রের খবর, শারীরিক অবস্থার খুব অবনতি না হলে সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। তার পর পেরুতে অনুষ্ঠান শেষ করে শাকিরা যাবেন কলম্বিয়ায়।