Shefali Shah

শৈশবে লাগাতার হেনস্থার শিকার! কী ঘটেছিল অভিনেত্রী শেফালি শাহের সঙ্গে ?

পর্দায় তাঁর চরিত্রগুলি অনায়াসে দুষ্টের দমন করলেও, ছোটবেলায় বেশ কিছু তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। স্কুলজীবনে লাগাতার হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪১
শেফালি শাহ।

শেফালি শাহ। ছবি: সংগৃহীত।

ডিসিপি বর্তিকা চতুর্বেদী নামে এখন তিনি ঘরে ঘরে পরিচিত। অভিনেত্রী শেফালি শাহের অভিনয়ে মুগ্ধ দর্শক। পর্দায় বরাবরই শক্তিশালী নারীবাদী চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পর্দায় এখন তাঁর চরিত্রগুলি দুষ্টের দমন করলেও ছোটবেলায় বেশ কিছু তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। স্কুলজীবনে লাগাতার হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

Advertisement

ছোটবেলা থেকে নিজের চেহারা নিয়ে নানা কুকথা শুনেছেন শেফালি। ক্রমাগত তাঁকে হেনস্থা করা হত। শুধু তা-ই নয়, শেফালিকে কুৎসিত বলেও দাগিয়ে দেওয়া হয়, যা তাঁর জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। শেফালির কথায়, ‘‘স্কুলে সকলে আমাকে কুৎসিত বলত। একটি মেয়ে ছিল যে, ক্রমাগত আমাকে মারত। আমাকে দেখলেই টিটিকিরি দিত, রসিকতা করত। সেই মেয়েটির সঙ্গে কয়েক বছর আগে আবার দেখা হয়েছিল। সে তখনও আমাকে বলে, আরেকটু রোগা হলে নাকি আমাকে আরও সুন্দর দেখাত।’’

অভিনেত্রী যখন যৌবনে পা দিলেন, তখন স্কুল থেকে ফেরার পথে হেনস্থার শিকার হতে হয় তাঁকে। সেই স্মৃতি এতটাই দগদগে, যে কোনও দিন সাহস করে বিমানসেবিকা হয়ে উঠতে পারেননি। সেই ইচ্ছা জলাঞ্জলি দিতে হয়। শৈশবের ঘটনার উল্লেখ করলেও যৌবনের অভিজ্ঞতা ভাগ করেননি শেফালি। তবে শৈশবের ঘটনার কারণে বর্তমানেও প্রশংসা ভাল ভাবে গ্রহণ করতে পারেন না অভিনেত্রী, জানান নিজেই।

Advertisement
আরও পড়ুন