পাকিস্তানে কত সম্পত্তি আদনান সামির? ছবি: সংগৃহীত।
পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে এসেছেন আদনান সামি। কয়েক বছর আগে পাকাপাকি ভাবে ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। তার পর থেকে নানা প্রশ্নের মুখে পড়েছেন গায়ক। তিনি না কি অর্থের জন্য ভারতে জায়গা করে নিয়েছেন। এই প্রশ্নও উঠেছে তাঁকে নিয়ে। সেই সব বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন আদনান।
জন্মগত ভাবে পাকিস্তানের মানুষ হলেও, আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। আদনান বলেছেন, “কেউ যদি বলে, আমি অর্থের জন্য ভারতে এসেছি, তাদের একটা কথা বলতে চাই। আমি কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি পাকিস্তানে রেখে ভারতে এসেছি।”
ভারতের জায়গায় অন্য কোনও দেশেও তিনি পাকাপাকি ভাবে যেতে পারতেন বলে জানান। আদনানের কথায়, “জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকার নাগরিকত্বও পেতে পারতাম আমি। কিন্তু ভারতের মূল্যবোধের জন্য এই দেশে এসেছি। বিশেষ করে পাকিস্তান এই মূল্যবোধ সহ্য করতে পারে না বলেই এসেছি।”
তবে খুব সহজেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন, এমন নয়। জানান আদনান। গায়ক বলেছেন, “খুব সহজেই আমি কিন্তু নাগরিক হয়ে উঠিনি। পাকিস্তানে এমন জায়গায় বেড়ে উঠেছি, যেখানে শুধুই ভারত সম্পর্কে খারাপ কথাই শুনেছি। কিন্তু এই দেশে আসার পরে আমার ধারণা বদলে গিয়েছে। এখন আমি জানি, ভারত কেমন, আর পাকিস্তানই বা কেমন।”
২০২২ সালে সমাজমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তা-ও জানিয়েছিলেন গায়ক। আদনান লিখেছিলেন, “মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভাল ব্যবহার করেছেন, তাঁদের উপর আমার রাগ নেই। আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলকে আমি ভালবাসি।”