Jonita Gandhi

অজ্ঞাতপরিচয় পুরুষের গোপনাঙ্গের সঙ্গে জুড়ে যায় তাঁর ছবি! ভয়াবহ অভিজ্ঞতা জনিতার

সত্যিই কি মহিলারা নিরাপদ? গায়িকা জনিতা গান্ধী ভয়াবহ অভিজ্ঞতা সামনে আনতেই এই প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:৩৬
Jonita

ভয়াবহ অভিজ্ঞতা জনিতা গান্ধীর। ছবি: সংগৃহীত।

মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। কিন্তু সত্যিই কি মহিলারা নিরাপদ? গায়িকা জনিতা গান্ধী ভয়াবহ অভিজ্ঞতা সামনে আনতেই এই প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু পথেঘাটে নয়, নেটমাধ্যমেও অপ্রস্তুত হতে হয় মহিলাদের। তেমনই একটি অভিজ্ঞতার কথা জানালেন জনিতা।

Advertisement

সমাজমাধ্যমে একটি অশালীন ও আপত্তিকর ছবি ঘিরে সমস্যায় জড়িয়েছিলেন তিনি। অভিযুক্তকে যথাযোগ্য জবাবও দিয়েছিলেন জনিতা। সাক্ষাৎকারে গায়িকা বলেছেন, “ইনস্টাগ্রামে ট্যাগ করলে তা দেখা যায়। একদিন আমি দেখি, কেউ আমাকে ট্যাগ করেছে। আমাকে সেই ব্যক্তি ‘ক্লোজ় ফ্রেন্ডস্‌’-এ যোগ করে নিয়েছে। আমি তার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে গিয়ে চমকে যাই।”

জনিতা দেখেন, সেই ব্যক্তি গোপনাঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছেন জনিতার ছবি। গায়িকা বলেন, “বিষয়টি খুবই বিরক্তিকর ছিল। এগুলো সাধারণত এড়িয়ে যাই। কিন্তু এ তো স্পষ্ট হেনস্থা। সঙ্গে সঙ্গে আমি ওই পোস্টটি বাতিল করার জন্য আবেদন করেছিলাম সমাজমাধ্যমে।”

কিন্তু সমাজমাধ্যমে কেন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়? এই প্রসঙ্গে জনিতা বলেন, “আমার মনে হয়, ওরা আসলে দৃষ্টি আকর্ষণ করতে চায়। এদের কোনও কাজ নেই। এই ধরনের বিষয়ের জন্য আমি অনেককেই ব্লক করে দিয়েছি। আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা যদি দেখেন, আমার ছবির সঙ্গে এই সব করা হচ্ছে, তাঁর কেমন লাগবে! আমি আমার পরিবারকে রক্ষা করতে চাই।”

জন্মসূত্রে জনিতা কানাডার বাসিন্দা। তবে বরাবরই বলিউডের গান পছন্দ করেন। বলিউডে ‘হোয়াট ঝুমকা’, ‘সোনি সোনি’, ‘দ্য ব্রেকআপ সং’, ‘দিল কা টেলিফোন’-এর মতো গান গেয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন