Neha Kakkar

সত্যিই কি রোহনপ্রীতের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে? স্বামীর সম্পর্কে বলতে গিয়ে কার উপর ক্ষোভ উগরে দিলেন নেহা?

সম্পর্ক থেকে বিরতির কথা বলতেই নেহার বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন ওঠে। সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:৪০
রোহনপ্রীতের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় মুখ খুললেন নেহা!

রোহনপ্রীতের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় মুখ খুললেন নেহা! ছবি: সংগৃহীত।

নেহা কক্কড় কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন? সোমবার সম্পর্ক থেকে বিরতি নেওয়ার কথা বলতেই এই প্রশ্ন উঠতে থাকে। ফের এই প্রসঙ্গে মুখ খুললেন নেহা। সত্যিই কি স্বামী রোহনপ্রীতের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে?

Advertisement

নেহা জানান, তাঁর স্বামী খুবই নিরীহ। সোমবারের পোস্টে গায়িকা লিখেছিলেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ ও এই মুহূর্তে মাথায় যা যা আসছে, সব কিছু থেকে এ বার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।” সম্পর্ক থেকে বিরতির কথা বলতেই নেহার বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে নেহা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দয়া করে আমার নিরীহ স্বামী ও মিষ্টি পরিবারকে এর মধ্যে টানবেন না। আমার জীবনে দেখা সবচেয়ে পবিত্র মনের মানুষ ওরা। আমি যেটুকু হয়েছি, ওদের সমর্থনে হতে পেরেছি। আমি অন্য কয়েকজন এবং গোটা ব্যবস্থার উপর বিরক্ত ও ক্ষুব্ধ।”

নেহার অনুরোধ, অনুরাগীরা যেন তাঁর অবস্থাটা বোঝেন এবং তাঁর স্বামীকে এর মধ্যে না টানেন। তাঁর কথায়, “আমি একটা বিষয় বুঝতে পেরেছি, সমাজমাধ্যমে পোস্ট করার বিষয়ে আমার খুব আবেগপ্রবণ হয়ে পড়া উচিত নয়। কারণ লোকে জানে কী ভাবে তিল থেকে তাল করা যায়। একটা শিক্ষা হল।”

নেহা জানিয়েছেন, আর তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথাই বলবেন না। সোমবার বলেছিলেন, তিনি বিরতি নিয়ে আর ফিরবেন কি না জানেন না। তবে সম্প্রতি পোস্টে লেখেন, “আমি অবশ্যই ফিরব। এবং বড় ভাবে ফিরব।”

Advertisement
আরও পড়ুন