Palak Muchhal

হবু বৌদি স্মৃতি বিশ্বকাপ জয়ী হতেই নতুন কোন নজির গড়লেন পলক মুচ্ছল?

বহু বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত পলক মুচ্ছল। এ বার প্রায় বিশ্বে নজির গড়লেন গায়িকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৯:৪০
Smriti Mandhana\\\\\\\\\\\\\\\'s To-Be Sis-In-Law Singer Palak Muchhal Makes Guinness World Record

(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা, পলক মুচ্ছল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সেরার স্বীকৃতি পেয়েছেন স্মৃতি মন্ধানা ও তাঁর সহ-খেলোয়াড়েরা। আগামী ২০ নভেম্বর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি ও পলাশ মুচ্ছল। হবু বৌদি বিশ্বকাপ জিততেই চোখে জল পলাশের বোন পলকের। এ বার নয়া নজির গড়লেন স্মৃতির হবু ননদ গায়িকা পলক মুচ্ছল।

Advertisement

বহু বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত পলক। একা দায়িত্ব নিয়ে প্রায় ৩৮০০ জন দুঃস্থ বাচ্চার হৃদ্‌রোগের খরচ দিলেন তিনি। প্রায় ১০ বছর ধরে এই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। গায়িকার বাড়িতে একটি গোটা আলমারি রয়েছে পুতুলের। যে সব বাচ্চার তিনি চিকিৎসার খরচ দেন, তারা সুস্থ হয়ে উঠলে উপহারস্বরূপ তাদের থেকে একটা করে পুতুল নেন পলক। গায়িকা বলেন, ‘‘আমার ঘরভর্তি পুতুল। কারণ, ওই পুতুলগুলোর মাধ্যমে বাচ্চাগুলোকে আমি মনে রাখি।’’

শুধু দুঃস্থ বাচ্চাদের চিকিৎসা নয়, তিনি দেশের নানা সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছেন। আর কয়েক দিন বাদে বাড়িতে বিয়ে। এর মাঝেই পলকের সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। বহু হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। যেমন ‘আশিকি ২’ ছবির গোটা অ্যালবাম। এ ছাড়াও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির বহু গান তাঁর কণ্ঠে। যদিও পলক সব সময়েই জানান, গান ও খ্যাতি নয়, বরং অন্য মানুষদের জীবনের বেঁচে থাকার কারণ হতে চান তিনি।

Advertisement
আরও পড়ুন