Sobhita Dhulipala

সমান্থা দ্বিতীয় বিয়ে সারতেই নাগকে নিয়ে কোন বার্তা দিলেন বর্তমান স্ত্রী শোভিতা?

গত বছর এই সময়ে সমান্থার প্রাক্তন স্বামী নাগ চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। সমান্থা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতেই কী বললেন শোভিতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯
Sobhita Dhulipala Shares first video of her marriage with naga chaitanya after Samantha Ruth Prabhu second wedding

(বাঁ দিকে) রাজ নিদিমোরু এবং সামান্থা রুথ প্রভু। শোভিতা ধুলিপালা এবং নাগ চৈতন্য (ডান দিকে) ছবি: সংগৃহীত।

বিনোদনজগতের মানুষদের বাহারি চাকচিক্য ঢের। তবে তাঁদের জীবনেও ওঠাপড়া, হিংসা, প্রতিযোগিতা— সবই যেন বর্তমান। সম্প্রতি, ১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করেন সমান্থা রুথ প্রভু। এর ঠিক এক বছর আগে, ডিসেম্বরের ৪ তারিখে সমান্থার প্রাক্তন স্বামী নাগ চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। এ বার সমান্থা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতেই কী বললেন শোভিতা?

Advertisement

নাগের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে গত বছর। কিন্তু, এত দিন বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনেননি শোভিতা। বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, বিয়ের এক বছর পূর্ণ হতেই তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্ত ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। শোভিতা জানান, নাগকে ছাড়া তিনি সম্পূর্ণ নন। তিনি ও নাগ, দু’জনেই মানুষ হিসাবে পরিপূর্ণ। মনের মধ্যে থাকা যে শূন্যতা রয়ে যায়, সেটাই যেন পূর্ণ করেছেন তাঁরা। শোভিতা তাঁর প্রথম বিবাহবার্ষিকীর বিশেষ বার্তায় লেখেন, ‘‘ঠিক যেন সূর্যকে প্রদক্ষিণ করে এল একটা দমকা হাওয়া। যাকে আমি স্বামী মানি। যার সঙ্গে আগুনের তেজে পুড়ে শুদ্ধ হই। প্রথম বছরের শুভেচ্ছা।’’ শোভিতার এই পোস্টে অনুরাগীদের একাংশ শুভেচ্ছা জানালেও, এক পক্ষ আবার ‘হিংসুটে’ বলে দাগিয়েছেন শোভিতাকে। কেন সমান্থার বিয়ের পরেই এই ভিডিয়ো প্রকাশ্যে আনা হল, সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন