Sophie Chowdhury

‘আমাকে দেখেই অশালীন ভঙ্গি দেখাতে শুরু করে’, রাতের রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা সোফি চৌধরীর

মাত্র এক মাস আগের এই ঘটনায় মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সোফি। মুম্বইয়ের বান্দ্রা এলাকার ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:৫৫
Sophie

ভয়াবহ অভিজ্ঞতা সোফি চৌধরীর। ছবি: সংগৃহীত।

মহিলারা কতটা সুরক্ষিত? বার বার এই প্রশ্ন ওঠে। আরও একবার সেই প্রশ্নই উস্কে দিলেন গায়িকা তথা অভিনেত্রী সোফি চৌধরী। মুম্বইয়ের জনবহুল রাস্তাতেই তাঁর সঙ্গে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। সম্প্রতি এক সক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সোফি।

Advertisement

মাত্র এক মাস আগের এই ঘটনায় মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সোফি। মুম্বইয়ের বান্দ্রা এলাকার ঘটনা। সোফি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি ‘অশালীন’ ভঙ্গিমা করতে শুরু করেন। সোফি বলেছেন, “কিছু দিন আগেরই ঘটনা। বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল সে।”

তবে এই ব্যক্তি কি ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল? সোফি বলেছেন, “আমার মনে হয় না সচেতন ভাবে সে এই কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষেরা কোনও কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।” এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। খার অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফি। তখন এক ব্যক্তি তাঁকে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।

সোফির কথায়, “এ ধরনের ঘটনা রোজকার হয়ে গিয়েছে। মনে আছে, তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে ছবি তুলতে শুরু করল।”

বর্তমানে নিরাপত্তারক্ষী সঙ্গে থাকে। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীরা নিজস্বী তোলার অছিলায় অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেন সোফি।

Advertisement
আরও পড়ুন