Kakababu film update

হাম্পিতে চলছে ‘কাকাবাবু’র শুটিং, সন্তুর চরিত্রে ফিরেছেন আরিয়ান, ছবিতে জোজো কে?

কর্নাটকের হাম্পিতে শুরু হয়েছে ‘বিজয়নগরের হিরে’ ছবির শুটিং। সন্তুর ভূমিকায় ফিরেছেন আরিয়ান। জোজোর চরিত্রাভিনেতাকে নিয়েও কৌতূহল দানা বেঁধেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৮:৫৭
Sources revealed that Bengali actor Pushan Dasgupta is playing Jojo in new Kakabau movie

(বাঁ দিকে) আরিয়ান ভৌমিক। কাকাবাবুর লুকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শনিবার থেকে কর্নাটকের হাম্পিতে কাকাবাবুর নতুন ছবির শুটিং শুরু হয়েছে। নির্মাতারা প্রথমে জানিয়েছিলেন, ছবিতে সন্তুর ভূমিকায় অভিনয় করবে অর্ঘ্য বসু রায়। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, এই চরিত্রে ফের দেখা যাবে আরিয়ান ভৌমিককেই। তার পর থেকেই ছবিতে জোজোর চরিত্রাভিনেতাকে নিয়ে টলিপাড়ায় কৌতূহল দানা বেঁধেছে।

Advertisement

সূত্রের খবর, ‘বিজয়নগরের হীরে’ ছবিতে জোজোর চরিত্রে অভিনয় করছেন পূষণ দাশগুপ্ত। এর আগে ‘ক্ষ্যাপা’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে নজর কাড়েন পূষণ। পাশাপাশি ‘আবার বছর কুড়ি পরে’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো বেশ কিছু ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। সূত্রের দাবি, ছবিটি পূষণের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হতে চলেছে। যদিও অভিনেতা নিজে এখনও এই প্রসঙ্গে কোনও তথ্য প্রকাশ করেননি।

actor Pushan Dasgupta

অভিনেতা পূষণ দাশগুপ্ত। ছবি: ফেসবুক।

বয়স বেড়ে যাওয়ায় আরিয়ান যে সন্তু চরিত্র থেকে বাদ পড়তে পারেন, সে রকম সম্ভাবনা শোনা গিয়েছিল। ছবির মহরতের দিনে সেই খবরে সিলমোহর পড়ে। অর্ঘ্যের পাশাপাশি জোজোর চরিত্রের জন্য ব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। কিন্তু সূত্রের দাবি, পরবর্তী সময়ে নির্মাতারা ফ্র্যাঞ্চাইজ়ির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আরিয়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। আরিয়ান সন্তুর চরিত্রে থাকলে জোজোর বয়সও বাড়া উচিত। সেইমতো পূষণকে চূড়ান্ত করা হয়।

ছবিতে কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সূত্রের খবর, হাম্পিতে রবিবার থেকে পুরোদমে শুরু হয়েছে ছবির শুটিং। উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর নতুন কাকাবাবু পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়।

Advertisement
আরও পড়ুন