Prabhas

‘স্পিরিট’ ছবি নিয়ে ব্যস্ত প্রভাস, একটানা কাজের মাঝে নিজের জন্য কী সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’-এ অভিনয় করছেন প্রভাস। ইতিমধ্যেই প্রথম ঝলক এসেছে প্রকাশ্যে। ছবির প্রথম পর্বের শুটিং শেষ হলে কী করবেন বলে সিদ্ধান্ত নিলেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৪:৫২
কী সিদ্ধান্ত অভিনেতার?

কী সিদ্ধান্ত অভিনেতার? ছবি: সংগৃহীত।

এক মুহূর্ত বিশ্রাম নেই তাঁর। একের পর এক ছবির শুটিং করে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস। এই মুহূর্তে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত তিনি। একটানা পরিশ্রমের পর নিজের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ‘স্পিরিট’-এর প্রথম পর্বের কাজ হলেই নিজের তা বাস্তবায়িত করবেন। কী সেই সিদ্ধান্ত?

Advertisement

২৩ নভেম্বর থেকে এই ছবির শুটিং করছেন প্রভাস। প্রথম পর্বের শুটিং শেষ করে লম্বা বিরতি নেবেন অভিনেতা। অনেক অভিনেতাই একটি ছবির শুটিং শেষ করে বেশ কিছুদিনের বিরতি নেন। নিজেদের মতো সময় কাটাতে চান। যেমন প্রত্যেকেই জানেন, অক্ষয় কুমার বছরে দু’বার ছুটি নেন। পরিবারের সঙ্গে ঘুরতে যান। তেমনই অজয় দেবগনও পরিবারের জন্য আলাদা সময় রাখেন। এক সাক্ষাৎকারে সলমন খানও জানিয়েছিলেন, তিনি বছরে এক বারই তিন-চার দিনের জন্য ছুটি নেন। শুধুমাত্র ক্রিসমাস, এবং নতুন বছরের শুরুর সময়টা ছুটি নেন। তবে দক্ষিণী অভিনেতা প্রভাসের ঘুরতে যাওয়া নিয়ে সে ভাবে আলোচনা হয়নি কখনও।

শোনা যাচ্ছে, ইতিমধ্য তিনি পরিকল্পনা করে ফেলেছেন। প্রথম পর্বের শুটিং শেষ করে তিনি ঘুরতে যেতে পারেন। উল্লেখ্য, অভিনেতার ৪৬তম জন্মদিনে প্রকাশ্যে আসে প্রথম ঝলক। যা দেখার পর থেকে দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়, তবে কি এই ছবিতে নগ্ন দৃশ্যে দেখা যাবে প্রভাসকে? এর আগে বাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিল রণবীর কপূরকে। তাই অনুরাগীদের অনুমান, এ বার পরিচালকের ছবিতে দক্ষিণী তারকাকেও নগ্ন অবস্থায় দেখা যাবে। বাঙ্গা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যের জন্য কোনও প্রস্থেটিক ব্যবহার করেননি রণবীর। প্রভাসের নগ্নদৃশ্য তিনি কী ভাবে তুলে ধরেন, সেই অপেক্ষায় তাঁর অনুরাগীরা। প্রভাসের বদলে তাঁর ‘বডি ডাবল’ ব্যবহার করা হবে কি না, সেই প্রশ্নও উঠছে।

Advertisement
আরও পড়ুন