Prajapati 2 Update

গররাজি ইধিকা! আদৌ কি চলতি বছরে মুক্তি পাবে দেবের ‘প্রজাপতি ২’?

সরস্বতী পুজোর সময় ‘প্রজাপতি ২’ ছবির ঘোষণা করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। শোনা গিয়েছিল, এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইধিকা পালকে। কিন্তু পরিকল্পনায় নাকি এসেছে বদল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৬:৫৮
Specualtions are Actress Idhika Paul is no more associated with Prajapati 2

(বাঁ দিকে) ইধিকা পাল, দেব (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

জুন মাস থেকে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। বছরের শুরুতেই নতুন ছবির ঘোষণা করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। গত সরস্বতী পুজোর দিন সকালে নতুন ছবির ঘোষণা হয়। শোনা গিয়েছিল, এই ছবিতেও দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে। কিন্তু টলিপাড়ায় নতুন গুঞ্জন। এই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। টলিপাড়ার অন্দরে ফিসফাস, নায়িকার নাকি চরিত্র পছন্দ হয়নি। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রী এখনও কোনও মন্তব্য করেননি। এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ‘প্রজাপতি ২’-এর। আদৌ কি চলতি বছরে মুক্তি পাবে এই ছবি? তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। ইধিকার ঝুলিতে একের পর এক ছবি। ‘খাদান’ ছবিতে নায়িকার কিশোরী গান ইতিমধ্যেই হিট। তার পর শাকিব খানের সঙ্গেও নায়িকার জুটি বেশ চর্চিত।

Advertisement

নতুন ছবি ‘বরবাদ’-এর প্রচার ঝলকে ইধিকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। ২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির নাম ‘প্রিয়তমা’। সে দেশের বক্স অফিসে ভাল ব্যবসা করে এই ছবি। তার পর থেকেই টলিউডেও ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু এই ছবি থেকে কেন সরে দাঁড়ালেন অভিনেত্রী, তার কারণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়ে যাচ্ছে। জুন থেকে লন্ডনে মিঠুন চক্রবর্তী, দেবকে নিয়ে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সে বিষয়েও এখনও বিস্তারিত জানা যায়নি। ‘খাদান’-এর সাফল্যের পর দেব এখন ব্যস্ত ‘ধূমকেতু’র প্রচারে। সেই সঙ্গে ‘রঘু ডাকাত’-এর শুটিংও চলছে জোরকদমে।

Advertisement
আরও পড়ুন