New bengali serial

‘দাদামণি’ হয়ে ধারাবাহিকে ফিরছেন প্রতীক! নায়িকা কে?

তাঁর ঝুলিতে একের পর এক হিট ধারাবাহিক। অভিনেতা প্রতীক সেনকে নাকি আবার দেখা যাবে নতুন ধারাবাহিকে। নায়িকা কে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২০:১৫
speculations are actor Prateek Sen will be paired up opposite  Dance Bangla Dance contestant in next serial

প্রতীকের নতুন নায়িকা কে? ছবি: সংগৃহীত।

শেষ 'মালাবদল' ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেতা প্রতীক সেনকে। তাও বেশ কয়েক দিন হল শেষ হয়েছে সেই ধারাবাহিক। শোনা যাচ্ছে, জি বাংলার নতুন ধারাবাহিকে আবারও ফিরছেন নায়ক। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, প্রতীকের নায়িকাও নতুন। এমনিতেই সোনামণি সাহা আর প্রতীকের জুটি নিয়ে দর্শক মনে আগ্রহের শেষ নেই। 'মোহর' -এর পর আর সে ভাবে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এই জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক। শোনা যাচ্ছে প্রতীকের বিপরীতে দেখা যাবে একেবারে নতুন মুখ।

Advertisement

স্টুডিয়োপাড়ার কেউ কেউ বলছে আবারও ধারাবাহিকে দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স'-এর প্রতিযোগিকে। এর আগে 'পিলু' ধারাবাহিকে অভিনেত্রী মেঘা দাঁ-কেও দর্শক প্রথম ধারাবাহিকে দেখেছিলেন। শোনা যাচ্ছে এ বারও ডান্স বাংলা ডান্সের কোনও প্রতিযোগিকেই দর্শক পেতে চলেছেন নতুন ধারাবাহিকের নায়িকা হিসাবে। এই নতুন মেগার নাম কী? এখনও চূড়ান্ত কিছু না হলেও আপাতত নাকি ধারাবাহিকের নাম ঠিক হয়েছে 'দাদামণি'। শোনা গিয়েছে শুক্রবারই বর্ধমানে হয়েছে ধারাবাহিকের শুটিং৷ তবে এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন