Chirodini Tumi Je Amar Controversy

সেটে থমথমে পরিবেশ, জীতুর পরিবর্তে আর্য এ বার রণজয়! অন্দরের ফিসফাস, এখনও ‘এনওসি’ জমা দেননি নায়ক

দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের মধ্যে বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। শোনা যাচ্ছে, ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নায়ক। এখন তা হলে শুটিং হচ্ছে কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৩:৫২
জীতু কমলের পরিবর্তে দেখা যাবে রণজয় বিষ্ণুকে?

জীতু কমলের পরিবর্তে দেখা যাবে রণজয় বিষ্ণুকে? ছবি: সংগৃহীত।

সোমবার জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের সমস্যা মেটাতে বৈঠক ডাকা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। মাঝে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে, জীতুকে আর দেখা যাবে না নায়ক হিসাবে। পরিবর্তে আসতে পারেন রণজয় বিষ্ণু। এখন ধারাবাহিকের সেটের পরিবেশ কেমন?

Advertisement

ঘনিষ্ঠ সূত্র বলছে, স্টুডিয়োয় খুবই থমথমে পরিবেশ। কাজের বাইরে যে কেউ কারও সঙ্গে খুব বেশি কথা বলছে তা নয়। প্রত্যেকেই পেশাদার শিল্পী। তাই কেউই নাকি ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা বলছেন না। সূত্রের খবর, সোমবার স্টুডিয়োয় নির্দিষ্ট সময়ে এসেছিলেন দিতিপ্রিয়া। শট দিয়েছেন, চলে গিয়েছেন। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। যদিও চূড়ান্ত এখনও কিছুই হয়নি।

কোনও অভিনেতা, অভিনেত্রী একটি ধারাবাহিক মাঝপথে ছাড়লে, তাঁকে একটি অনাপত্তিপত্র জমা দিতে হয়। যাকে পোশাকি ভাষায় ‘এনওসি’ বলা হয়। অন্দরের গুঞ্জন, জীতু এখনও সেই অনাপত্তিপত্র জমা দেননি। ফলে এখনই অন্য কোনও নায়ক কী ভাবে কাজ শুরু করবেন, তা নিয়ে বিপুল দ্বন্দ্ব রয়েছে। বিতর্কের পর থেকে জীতুর সঙ্গে অনেক বারই যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনও উত্তর মেলেনি।

এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে আর্য সিংহ রায় হাসপাতালে ভর্তি। অপর্ণাকেও দেখানো হচ্ছে, সেই হাসপাতালেই যাতায়াত করছে সে। খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছে। নতুন নায়ক এলেই কি হাসপাতালের দৃশ্য থেকে গল্পের মোড় ঘুরবে? এই প্রশ্ন ধারাবাহিকের অন্দরেও।

Advertisement
আরও পড়ুন