Viral Video

দাউদাউ করে জ্বলছে সংবাদমাধ্যমের অফিস, আতঙ্কে দৌড়োচ্ছেন মানুষ! উত্তাল বাংলাদেশের ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর অফিস। সংবাদমাধ্যম দু’টির অফিসের বাইরেও অগ্নিস‌ংযোগ করা হয়েছে। ভিতরে আটকে পড়েছেন অনেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৩
Video shows Media offices set on fire amid Bangladesh unrest

পুড়ছে ‘প্রথম আলো’র অফিস। ছবি: পিটিআই।

নতুন করে উত্তাল বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতের পড়়শি দেশে। বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে সে দেশের সংবাদমাধ্যমও। ঢাকার কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর অফিসে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। ভিতরে আটকে পড়েন কর্মীরা। পরে দমকল এসে উদ্ধার করে সাংবাদমাধ্যমের কর্মীদের। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দাউদাউ করে পুড়ছে ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর অফিস। সংবাদমাধ্যম দু’টির অফিসের বাইরেও অগ্নিস‌ংযোগ করা হয়েছে। ভিতরে আটকে পড়েছেন অনেকে। অনেকে আতঙ্কে দৌড়োদৌড়ি করছেন। পরে দমকল এসে সংবাদমাধ্যমের কর্মীদের উদ্ধার করেন। অগ্নিসংযোগের পর অফিস দু’টির অবস্থাও ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘বিবিসি বাংলা’র প্রতিবেদন অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। রাত ২টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে সব সাংবাদিককে সুস্থ অবস্থায় উদ্ধার করে আনা হলেও শুক্রবার দুই সংবাদপত্রের কোনও মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয়নি। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ সাংবাদিকদের ছুটি দেওয়ায় ডিজিটাল সংস্করণেও কাজ প্রায় বন্ধ রয়েছে।

সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন