Jeetu Kamal

জীতু-দিতিপ্রিয়া বিতর্ক জারি, এর মাঝে সফল হওয়ার কোন পাঠ পড়ালেন নায়ক?

টানা তিন ঘণ্টা হয়েছে মিটিং৷ জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্বের কোনও সমাধানসূত্র আসেনি এখনও। এর মধ্যেই নায়ক কী ইঙ্গিত দিলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৭
Actor Jeetu Kamal explains how to become successful

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের একটি দৃশ্যে দিতিপ্রিয়া এবং জীতু। —ফাইল চিত্র।

বিতর্কের পর প্রথম মুখ খুললেন জীতু কমল। ব্যক্তিগত ভাবে কাউকে কিছু বলতে রাজি নন তিনি। তবে সমাজমাধ্যমে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে যাচ্ছেন নায়ক। ধারাবাহিক ছাড়ার বিতর্কের মাঝে সাফল্যের কোন পাঠ পড়ালেন অভিনেতা?

Advertisement

একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে শরীরচর্চায় ব্যস্ত ছোটপর্দার আর্য। নায়ক লেখেন, “কঠিন পরিশ্রম হল সফল হওয়ার শেষ উপায়।” ধারাবাহিকে আর তাঁকে দেখা যাবে কি যাবে না, তা নিয়ে এখনও কিছু বলেননি অভিনেতা। কিন্তু এই কয়েক দিনে যা যা ঘটেছে, সে সব কিছুকে কেন্দ্র করেই যে নায়কের এই লেখা, তা আন্দাজ করেছেন অনুরাগীরা।

নায়ক-নায়িকার সমস্যার সমাধানের জন্য সোমবার বসেছিল মিটিং। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। শোনা যায়, মিটিংয়ের মাঝেই বেরিয়ে আসেন নায়ক। তার পরেই নাকি সিদ্ধান্ত নেন ধারাবাহিক ছাড়ার। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ঠিক কী নিয়ে সমস্যার সূত্রপাত? শুটিংয়ে সময়ে আসা নিয়ে শুরু গন্ডগোল। নায়ক নাকি আগেই এসে গিয়েছিলেন শুটিংয়ে। ফ্লোরে অপেক্ষা করছিলেন নায়িকার জন্য। কিন্তু দিতিপ্রিয়া নাকি আসেন বেশ কিছু ক্ষণ পরে। তাতেই নাকি বিরক্ত হয়ে সেট ছাড়েন জীতু। যদিও এ প্রসঙ্গে নায়ক বা নায়িকা, কারও তরফেই মেলেনি কোনও উত্তর।

Advertisement
আরও পড়ুন