Shalin Bhanot

নিজের ৯ বছরের সন্তানকে ভুলেছেন, স্ত্রীকে অত্যাচারের অভিযোগ, আবার বিয়ের পিঁড়িতে শালীন ভনোট?

গত কয়েক বছরে বহু বার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা শালীন ভনোট। তাঁর প্রথম স্ত্রী দলজীত কৌর গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪১
দ্বিতীয় বার বিয়ে করছেন অভিনেতা শালীন ভনোট?

দ্বিতীয় বার বিয়ে করছেন অভিনেতা শালীন ভনোট? ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় ফের বিয়ের সানাই। হিন্দি ছোটপর্দার আলোচিত অভিনেতা শালীন ভনোট বিয়ে করছেন শীঘ্রই? গুঞ্জন এমনই। সত্যিই কি বিয়ে করছেন অভিনেতা? সবটা খোলসা করলেন শালীন নিজেই। অভিনেতা জানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধুরা এবং পরিবারের সবাই তাঁকে বলেছে এ বার তাঁর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত।

Advertisement

২০২৬-এ কি তা হলে বিয়ে করছেন শালীন? সে কথা খোলসা না করলেও, অভিনেতা বলেন, “আমার বন্ধুদের সবার বিয়ে হয়ে গিয়েছে। ভাই-বোনেরাও বিবাহিত। তাই সবাই এখন চাপ দিচ্ছে যাতে আমিও বিয়ে করে নিই। কারণ আমিই এখনও পর্যন্ত সিঙ্গল রয়েছি। তবে মা-বাবার সম্মতি ছাড়া আমি কোনও কিছুতেই এগোতে পারব না।কারণ ওঁরা আমার কাছে ভগবান।”

গত কয়েক বছরে বহু বার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। তাঁর প্রথম স্ত্রী দলজীত কৌর গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। তিনি জানিয়েছিলেন, শালীন তাঁর উপরে মানসিক অত্যাচারও করেছিলেন। ২০০৯-এ বিয়ে করেছিলেন তাঁরা। ২০১৪ সালে পুত্রসন্তানের জন্ম দেন দলজীত। অভিনেত্রী অভিযোগ করেছিলেন বাবা হিসাবে কোনও কর্তব্যই পালন করেননি শালীন। পরবর্তীকালে অভিনেত্রী টিনা দত্তও অভিযোগ জানিয়েছিলেন শালীনের সঙ্গে কেউ কখনও থাকতে পারবেন না। ‘বিগ বস ১৬’-র অন্দরে অভিনেত্রী টিনার সঙ্গে দুষ্টু-মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল অভিনেতার। সে সময়েই টিনা জানিয়েছিলেন শালীনের সঙ্গে যে থাকবে সে আত্মহত্যা করতে বাধ্য হবে।

Advertisement
আরও পড়ুন