শনিবার ভোরে গোটা রাজ্যে থাকবে কুয়াশার দাপট। — ফাইল চিত্র।
বড়দিন এগিয়ে আসছে। কিন্তু কলকাতা বা দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অধরাই। শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপটও থাকছে বেশির ভাগ জেলায়। কিন্তু বেলা বাড়লে আর তেমন গরম জামা পরার প্রয়োজন হচ্ছে না। কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। পরের সপ্তাহ থেকে কমবে তাপমাত্রা।
লা নিনা এবং উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে এ বার জাঁকিয়ে শীত পড়বে বলে ভেবে নিয়েছিলেন বঙ্গবাসী। কিন্তু দেখা গেল, ডিসেম্বরের ১৯ তারিখেও কনকনে ঠান্ডা পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তার পরের দু’দিন দু’ ডিগ্রি কমবে তাপমাত্রা। আপাতত রাজ্যে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। শনিবার দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সকালে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। এর মধ্য পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে শনিবার কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই তিন জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। শনি ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে। শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।