গৌরব কপূরের সঙ্গে সম্পর্কে কৃতিকা কামরা? ছবি: সংগৃহীত।
‘ইংলিশ ব্রেকফাস্ট’, মনোরম পরিবেশ আর সঙ্গে মনের মানুষ—নতুন সম্পর্কে অভিনেত্রী কৃতিকা কামরা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন এমনই। হিন্দি ছোটপর্দার জনপ্রিয় মুখ নায়িকা। অনেক দিন ধরেই জল্পনা ছিল। তবে কি অবশেষে প্রকাশ্যে আনলেন নিজের মনের মানুষকে? ক্রীড়াসঞ্চালক গৌরব কপূরের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি।
অভিনেত্রীর সম্প্রতি ভাগ করে নেওয়া ছবিই আভাস দিচ্ছে নতুন শুরুর। একসময় অভিনেতা তথা প্রযোজক জ্যাকি ভগনানীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তাঁর। এমনকি ২০১৮-র শেষ দিকে শোনা গিয়েছিল তৎকালীন প্রেমিক উদয় সিংহ গিরির সঙ্গে চুপিচুপি বাগ্দানও নাকি সেরে ফেলেছেন কৃতিকা। সবটাই অবশ্য গুঞ্জন হিসাবে উড়িয়ে দেন অভিনেত্রী। উল্টে জানিয়েছিলেন, যদি জীবনে নতুন কেউ আসেন, তা হলে নিশ্চয়ই জানাবেন সবটা।
২০১৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তার পরে শোনা গিয়েছিল সহ-অভিনেতার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন কৃতিকা। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি। উল্লেখ্য, গৌরবও ২০১৪ সালে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী কিরত ভট্টলকে। সেই সম্পর্কে চিড় ধরেছে আগেই। সম্প্রতি আইনি বিচ্ছেদে সিলমোহর পড়েছে বলেও খবর। যদিও কৃতিকা যে ছবি ভাগ করে নিয়েছেন, সেখানে লেখেননি যে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু, এমন সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের? সেই প্রশ্ন রয়েই গিয়েছে দর্শকের একাংশের মনে।