টলিপাড়ার জনপ্রিয় নায়কের জীবনে নতুন মানুষ? ছবি: সংগৃহীত।
যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তার যত্ন নিতে হয়। সেই যত্নে যখন ফাঁক দেখা যায় তখনই দুটি মানুষের মধ্যে তৃতীয় জনের ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়। শোনা যাচ্ছে, টলিপাড়ার জনপ্রিয় নায়ক-নায়িকার সম্পর্কেও এমনই ফাঁক তৈরি হয়েছে। অনেক জায়গায় একসঙ্গে গেলেও নায়িকার জীবন যেমন বর্ণময় তেমনই আবার নায়কও দিনে দিনে রঙিন হয়ে উঠছেন।
ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, বয়সে অনেকটা বড় মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়ক। কলকাতা শহরে সেই মহিলার একাধিক ব্যবসা রয়েছে। এক সন্তানের মা তিনি। স্বামীও বড় ব্যবসায়ী। বিয়ের সম্পর্কে থাকাকালীনই ছোটপর্দার নায়কের সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন তিনি। মধ্যরাতে অনেক পার্টিতে হাতে হাত ধরে নায়কের সঙ্গে নাকি তাঁকে দেখা যাচ্ছে।
শোনা যাচ্ছে, নায়ক নাকি আলোচিত বান্ধবীর জন্মদিনে বিশেষ আয়োজনও করেছিলেন। তবে যা ঘটছে সবটাই লোকচক্ষুর আড়ালে। এমনিতে স্ত্রীর সঙ্গে নায়কের সম্পর্কের টালমাটাল অবস্থা নিয়ে বিস্তর আলোচনা শোনা যায়। যদিও তা নিয়ে যুগলে কোনও দিন মুখ খোলেননি। এ বার শোনা যাচ্ছে, নায়িকা স্ত্রীও নিজের মতো উপভোগ করছেন নিজের জীবন। আর এ দিকে নায়ক নাকি শুটিংয়ের ফাঁকে দিব্যি নতুন বান্ধবীর সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছেন।