Sara Sengupta

যিশু-কন্যা সারার জীবনে বসন্ত! বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনার মাঝেই আলোচনায় তিনি

যিশু- নীলাঞ্জনার সংসার ভাঙা নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে বড় মেয়ে সারা!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:৩৮
Speculations are Sara sengupta daughter of Jisshu Sengupta and Nilanjana Sharma dating outside of industry

ছবি: সংগৃহীত।

সদ্য স্কুলের গন্ডি পেরিয়েছেন তিনি। মডেলিং জগতে একটু একটু করে নিজের জমি শক্ত করছেন। তিনি সারা সেনগুপ্ত। ইন্ডাস্ট্রিতে তাঁর আরও এক পরিচয় আছে৷ তিনি হলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে৷ যিশু এবং নীলাঞ্জনার সংসার ভাঙা নিয়ে এমনিতেই চলছে বিপুল চর্চা৷ এরই মধ্যে আলোচনায় সারা। পটায়ায় ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্ত নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সারা৷ কখনও বিচের ধারে সময় কাটাচ্ছেন৷ কখনও খাওয়া-দাওয়া করছেন৷ একগুচ্ছ ছবির মাঝে সারার একটি ছবি ঘিরে জোর আলোচনা। সেই ছবিতে দেখা যাচ্ছে পরনে সাদা স্কার্ট, সঙ্গে মানানসই বিকিনি। কোনও এক পুরুষ বন্ধু হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সারা। সেই ছবি দেখে অনেকেই আঁচ করেছেন, সারার জীবনে বুঝি বসন্ত এসেছে। যদিও তাঁরা কি সম্পর্কে আছেন, না কি শুধুই বন্ধু, তা অবশ্য খোলসা করেননি সারা৷

Advertisement
Speculations are Sara sengupta daughter of Jisshu Sengupta and Nilanjana Sharma dating outside of industry

পুরুষ বন্ধুর হাত ধরে হাঁটার ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সারা। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, বিচ্ছেদ জল্পনার মাঝে দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা। অন্য দিকে, নিজেকে কয়েক মাসে গুটিয়ে নিয়েছেন যিশু। যদিও এখন অবশ্য তিনি স্বমহিমায় ফিরেছেন টেলিভিশনের পর্দায়। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যাচ্ছে তাঁকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজিরও হচ্ছেন। এ বার নীলাঞ্জনার জীবনে একটা সুখের দিন। ভাগ করে নিলেন সেই সুখবর। তবে দুই মেয়ে ছাড়া যে কিছু সম্ভব হত না। সে কথাও জানালেন টলিপাড়ার এই প্রযোজক।

Advertisement
আরও পড়ুন