Suniel Shetty

তাঁর ছবি ব্যবহার করে চলছে কোন দুষ্কর্ম? আইনি পদক্ষেপ করতে বাধ্য হলেন সুনীল শেট্টী

বম্বে হাই কোর্টের কাছে সুনীলের আবেদন, অবিলম্বে এই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা হোক এবং তাঁর ছবিগুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হোক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:৫৬
সুনীল শেট্টী আদালতের দ্বারস্থ।

সুনীল শেট্টী আদালতের দ্বারস্থ। ছবি: সংগৃহীত।

বম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন সুনীল শেট্টী। নিজের ভাবমূর্তি ও কাজ রক্ষা করতে আদালতে আবেদন জানালেন বলিউড অভিনেতা। তাঁর দাবি, বেশ কিছু ওয়েবসাইট ও সমাজমাধ্যমের পাতা তাঁর ছবি বিকৃত করছে এবং ভুল উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে। কোনও বৈধতা ছাড়াই তাঁর ছবি বিভিন্ন ব্যবসায় ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন সুনীল।

Advertisement

বম্বে হাই কোর্টের কাছে সুনীলের আবেদন, অবিলম্বে ওই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা হোক এবং তাঁর ছবিগুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। বম্বে হাই কোর্টের বিচারপতি আরিফ ডক্টর শুক্রবার সুনীলের আইনজীবী বীরেন্দ্র সরাফের আবেদন শুনেছেন। সুনীলের আইনজীবী দাবি করেছেন, অভিনেতা ও তাঁর নাতির ভুয়ো এবং বিকৃত ছবি ছড়িয়ে পড়়েছে সমাজমাধ্যমে।

সুনীলকে না জানিয়ে, তাঁর ছবি ব্যবহার করে অনেকেই উপার্জন করছেন বলেও জানিয়েছেন অভিনেতার আইনজীবী। এমনকি, কোনও অনুমতি ছাড়াই একটি বহুতল নির্মাণকারী সংস্থা ও একটি জুয়ার বিজ্ঞাপনেও সুনীলের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই সব দিক মাথায় রেখেই নিজের ছবি, ভাবমূর্তি ও কাজকে রক্ষা করতে চান সুনীল।

কয়েক মাস আগে, এই একই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁদের ছবি ও ভিডিয়ো, তাঁদের অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট বিকৃত করে ব্যবহার করছেন বলে জানিয়েছিলেন তাঁরাও। যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তাঁদের ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি ছিল অভিষেক ও ঐশ্বর্যার। সেই আবেদনের পক্ষেই রায় দিয়েছিল আদালত।

Advertisement
আরও পড়ুন