Govinda-Sunita Ahuja divorce speculation

বিবাহবিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন গোবিন্দ-সুনীতা! গণেশচতুর্থীতে একসঙ্গে কী করলেন দম্পতি?

গত বছর ডিসেম্বরেই নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে আনেন প্রতারণা, গার্হস্থ্য হিংসার অভিযোগ। এমনই খবর ছড়িয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৭:৩৭
বিবাহবিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন গোবিন্দ-সুনীতা।

বিবাহবিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন গোবিন্দ-সুনীতা। ছবি: সংগৃহীত।

শেষ পর্যন্ত গণেশচতুর্থীই কি মিলিয়ে দিতে চলেছে গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে? কয়েক দিন আগেই খবর ছড়ায়, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারকাদম্পতি। কিন্তু বুধবার সব জল্পনায় জল ঢেলে তাঁদের একসঙ্গে দেখা গেল গণেশ বন্দনায়।

Advertisement

গত বছর ডিসেম্বরেই নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে আনেন প্রতারণা, গার্হস্থ্য হিংসার অভিযোগ। এমনকি, গোবিন্দ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বলেও সুনীতা অভিযোগ আনেন বলে খবর ছড়ায়। কিন্তু বুধবার গণেশচতুর্থীতে একটু উল্টো ছবিই দেখা গেল ওঁদের। মুম্বই শহরে গণেশচতুর্থী উপলক্ষে একসঙ্গে বেরোলেন দম্পতি। ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে ধরাও দিলেন। গণেশমূর্তির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে ছবিও তুললেন তাঁরা।

গোবিন্দ ও সুনীতার বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পরেই মুখ খুলেছিলেন তাঁদের কন্যা টিনা আহুজা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই খবর সর্বৈব মিথ্যে ও ভিত্তিহীন। বরং এমন পরিবারের অংশ হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন বলেও জানান। টিনা বলেছিলেন, “এই সব খবর সম্পূর্ণ গুজব। এই ধরনের গুঞ্জনে আমি কান দিই না। এমন পরিবারে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের খবরে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ।”

গোবিন্দের বিরুদ্ধে উঠেছিল প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ। তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে তাঁর আপ্তসহায়ক শশী বলেছিলেন, “গোবিন্দের মতো মানুষ কারও উপরে হাত তুলতেই পারেন না। কারও উপর চেঁচিয়ে কথাই বলতে পারেন না তিনি। আমি ওঁর সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। তাই নিশ্চিত ভাবে বলতে পারি, এই কাজ তিনি করতে পারেন না।” তিনিও দাবি করেছিলেন, গোবিন্দ ও সুনীতা একসঙ্গেই রয়েছেন।

Advertisement
আরও পড়ুন