Govinda

বিচ্ছেদ কি হচ্ছে? ‘গোবিন্দ কোথায়’, প্রশ্ন শুনেই স্ত্রী সুনীতার প্রতিক্রিয়ায় হতবাক ছবিশিকারিরা

পৃথিবীর কোনও শক্তি আলাদা করতে পারবে না তাঁদের জানিয়েছিলেন গোবিন্দ-পত্নী সুনীতা। কিন্তু অভিনেতার নাম শুনতেই কেমন ব্যবহার করলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৩:২৪
গোবিন্দর নাম শুনতেই কী করলেন সুনীতা?

গোবিন্দর নাম শুনতেই কী করলেন সুনীতা? ছবি: সংগৃহীত।

একদা বলিউডের শক্তপোক্ত জুটি। প্রায় ৩৭ বছরের দাম্পত্য জীবন তাঁদের। গত বছরের শেষ থেকেই গোবিন্দকে নিয়ে গুঞ্জন শোনা যেতে শুরু করে।ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল, দাম্পত্যে ইতি টানছেন দম্পতি। সুনীতা নিজেও স্বামীর সম্পর্কে নানা মন্তব্য করেন। কখনও বলেন, তিনি ছেলেমেয়েদের নিয়ে আলাদা থাকেন, নিজের মতো থাকেন গোবিন্দ। কখনও বলেন, স্বামীকে নিয়ে পরকীয়ার ভয় পান। এমনকি এক সাক্ষাৎকারে সুনীতা জানান, গোবিন্দের মতো স্বামী তিনি চান না। যার ফলে জোরালো হয় তাঁদের বিচ্ছেদের জল্পনা। পরে অবশ্য ১৮০ ডিগ্রি ঘুরে সুনীতা জানান, পৃথিবীর কোনও শক্তি আলাদা করতে পারবে না তাঁদের। এ বার অবশ্য অন্য মেজাজে সুনীতা। গোবিন্দের নাম শুনতেই হেঁটে বেরিয়ে গেলেন তিনি!

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে একটি ফ্যাশন শোয়ে হাজির হন সুনীতা। সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন। মেয়ে টিনা মার্জার সরণিতে হেঁটে যাবেন। উৎসাহিত করতে আসেন মা ও ভাই। সেখানে আলোকচিত্রীদের সামনে ছেলেকে নিয়ে পোজ় দেন সুনীতা। তার পর "গোবিন্দ কোথায়?" প্রশ্ন আসতে সটান হেঁটে বেরিয়ে যান। যদিও ছবিশিকারিরা ছাড়েনি তাঁকে। ফের জিজ্ঞেস করেন "স্যরকে মিস্‌ করছেন না!" তাতেই খানিক বিরক্তি প্রকাশ করে সুনীতা বলেন, ‘‘যান না, ঠিকানা দিয়ে দিচ্ছি।’’ সুনীতার এ হেন প্রতিক্রিয়ায় যেন নতুন করে ঘনীভূত হয়েছে তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা।

Advertisement
আরও পড়ুন